গরুপাচারের বৃহত্তর অপরাধের তদন্ত চালিয়ে যাবে সিবিআই৷ সুমন শঙ্কর চট্টোপাধ্যায়ের জনস্বার্থ মামলায় নির্দেশ জারি করল আদালত। এর পাশাপাশি রাজ্যকেও হলফনামা দিতে নির্দেশ৷ ১৪ নভম্বর মামলার পরবর্তী শুনানি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বিএসএফের ২ হাজার গরুপাচারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই।
আরও পড়ুন- দেবীপক্ষে একের পর এক পুজো উদ্বোধন অনুষ্ঠানে মিমি, দেখুন মণ্ডপে সাংসদের বর্ণময় উপস্থিতি
advertisement
আরও পড়ুন- পুজোর মুখে ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, বাড়ছে আতঙ্ক
গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেন। ২০১৯ সালের ২৪ নভেম্বর রাজ্য পুলিশও তদন্ত শুরু করে। রাজ্যের তদন্তে ২ বছর চুপ থাকার পর ১৩ ফেব্রুয়ারী ২০২২ রঘুনাথগঞ্জ থানার মামলায় আবারও তদন্তের নির্দেশ দেয় স্থানীয় এসিজেএম। সমান্তরাল তদন্ত শাসক দলের নেতাদের সুরক্ষা দিতে করা হচ্ছে বলে অভিযোগ এনে জনস্বার্থ মামলা হয়। সিবিআই আদালতে জানায়, ২ বছর পর রাজ্যের এই তদন্ত সিবিআইয়ের তদন্ত ব্যহত করবে। তার পরেই এই নির্দেশ৷
অর্ণব হাজরা