পুজোর মুখে ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, বাড়ছে আতঙ্ক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। মৃত্যুর ঘটনার পরে বাড়ছে আতঙ্ক৷
#কলকাতা: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু শহরে। মৃত যুবকের নাম শুভ ব্রহ্ম(২৪)৷ কলকাতা কর্পোরেশনের ১১৪ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপল্লির ঘটনা। দিন দুয়েক আগে জ্বর নিয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর বিষ্ণুপল্লি এলাকায় কর্পোরেশনের লোকজন আসে। বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনার পর এই প্রথম কর্পোরেশনের লোক গলিতে ঢুকল।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। মৃত্যুর ঘটনার পরে বাড়ছে আতঙ্ক৷ পুজোর সময় ডেঙ্গি রোগীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য সরকারি হাসপাতাল খোলা থাকবে৷ জরুরি বিভাগ প্রতিদিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
আরও পড়ুন Murshidabad News: পুজোর আগেই কান্দি-কলকাতা নতুন সরকারি বাস পরিষেবা চালু, খুশি স্থানীয়রা
অষ্টমী ছাড়া প্রতিদিনই আউটডোর খোলা থাকবে৷ অ্যাসিস্ট্যান্ট সুপার এবং ডেপুটি সুপারদের অনুমতি ছাড়া স্টেশন ত্যাগ করা যাবে না৷ ডেঙ্গি,ম্যালেরিয়া মোকাবিলায় যে সব কর্মী থাকে,তাদের সবাইকে হাসপাতালে থাকার নিশ্চয়তা দিতে হবে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 3:15 PM IST