হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিম্ন আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। দুপুর ২ টোয় সন্দেশখালি মামলারে রায়। ২০১৯ সালে ২ বিজেপি কর্মী খুন ও এক কর্মীর নিখোঁজে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে পরিবারগুলি। আজ রায় ঘোষণা করবেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআই SIT গড়ে তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত’র৷ ২০১৯ সন্দেশখালি ২ বিজেপি কর্মী খুনে সিবিআই সিট তদন্তের নির্দেশ। জয়েন্ট ডিরেক্টর সিবিআই নজরদারিতে হবে তদন্ত। দ্রুত মামলার যাবতীয় নথি কেস ডায়েরি-সহ হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশকে।
advertisement
সাপের শত্রু ঘরের এই ৪ জিনিস! দরজায় ছুঁড়ে দিলেই কাছে আসবে না সাপ! বর্ষায় নো টেনশন!
নিম্ন আদালতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তদন্তে৷ অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয়। ২ জনের দেহ পাওয়া গেলেও, ১ জনের দেহ পাওয়া যায়নি৷ ওই ঘটনায় চার্জশিটে নাম ছিল শাহজাহানের। কিন্তু পরে সিআইডি তদন্ত করে চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেয়। এখানেই শেষ নয়। ২০২২ সালে দ্বিতীয় খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে হয়েছিল। কিন্তু সেবারও তাঁকে জামিন দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ জুন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে খুন হন তিন বিজেপি কর্মী—প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। ঘটনাস্থলে ২ জনের দেহ উদ্ধার হলেও, আজও খুঁজে পাওয়া যায়নি দেবদাস মণ্ডলের দেহ।
এই খুনের মামলায় প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল শাহজাহান শেখের। তবে সিআইডি তদন্ত করে পরবর্তী চার্জশিটে তাঁর নাম বাদ দেয়। এখানেই শেষ নয়—২০২২ সালে আরেকটি খুনের ঘটনায় ফের চার্জশিটে শাহজাহানের নাম থাকলেও, সেই সময়েও তিনি জামিন পেয়ে যান।
সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট চত্বরে নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল বলেন, “ঘটনার সঠিক তদন্ত হোক। শাহজাহানের মতো অপরাধীরা শাস্তি পাক। দেবদাস মণ্ডলের দেহ উদ্ধার করুক সিবিআই।”