বাসের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ হাইকোর্টের। সোমবার কলকাতা হাইকোর্টের দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ২৪ নম্বর রুটে প্রায় ৩৯ টি বাস রাজ্যে সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে চলতি মাসেই বাতিল হতে চলেছে।
advertisement
প্রসঙ্গত, ১৫ বছরের নিয়মের ফাঁদে আগামী মার্চের মধ্যেই বাতিল হতে পারে কলকাতার একাধিক বাস। অন্যদিকে বাস মালিকদের অভিযোগ, বাসের ব্যবসায় লাভ নেই। তাই বাস কেনার সামর্থ্য বহু বাসমালিকেরই নেই।
advertisement
১৫ বছরের নিয়মের সময়সীমা বাড়ানো নিয়ে তাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাস মালিকেরা। মালিকপক্ষের আবেদন, করোনা অতিমারিতে দু’বছর বাস চালানোই যায়নি স্বাভাবিক ভাবে। তাই অতিরিক্ত সময় বা মেয়াদ বাড়ানো হোক বাসগুলির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 5:07 PM IST