TRENDING:

High Court: কিডনি প্রতিস্থাপনে অনুমতি দিল হাইকোর্ট, প্রাণ বাঁচবে বহু মানুষের

Last Updated:

High Court: কিডনি প্রতিস্থাপনে অনুমতি হাইকোর্টের। সাম্প্রতিক সময়ে নজিরবিহীন নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা'র। লাল্টুর কিডনি পাবেন হাবিবুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কিডনি প্রতিস্থাপনে অনুমতি হাইকোর্টের। সাম্প্রতিক সময়ে নজিরবিহীন নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা’র। লাল্টুর কিডনি পাবেন হাবিবুর। দাতা-গ্রহীতার মধ্যে কোনও আর্থিক সম্পর্ক নিয়ে সন্দিহান থাকায় কিডনি প্রতিস্থাপনের আবেদন খারিজ করে স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট ফোরাম।
কিডনি স্বাভাবিকভাবে কাজ করতে না পারলে আর রক্ত ফিল্টার করতে পারে না। ফলে শরীরে ক্রমশ টক্সিন জমা হতে থাকে। এর ফলে বাড়তে থাকে ব্লাড প্রেশার, হার্টের অসুখ আর স্ট্রোকের ঝুঁকি। কিডনির অসুখের প্রাথমিক পর্যায়ে তেমন কোনও উপসর্গ ধরা পড়ে না। ফলে মানুষ বুঝতেও পারে না কিডনি বিকল হচ্ছে। যত ক্ষণে বুঝতে পারে, তত ক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কাজেই প্রথম থেকেই সতর্ক হন।Image: News18
কিডনি স্বাভাবিকভাবে কাজ করতে না পারলে আর রক্ত ফিল্টার করতে পারে না। ফলে শরীরে ক্রমশ টক্সিন জমা হতে থাকে। এর ফলে বাড়তে থাকে ব্লাড প্রেশার, হার্টের অসুখ আর স্ট্রোকের ঝুঁকি। কিডনির অসুখের প্রাথমিক পর্যায়ে তেমন কোনও উপসর্গ ধরা পড়ে না। ফলে মানুষ বুঝতেও পারে না কিডনি বিকল হচ্ছে। যত ক্ষণে বুঝতে পারে, তত ক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কাজেই প্রথম থেকেই সতর্ক হন।Image: News18
advertisement

আমাদের রাজ্যে এর উপরে কোনও আপিলেট ফোরাম না থাকায় মামলা হয় হাইকোর্টে। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে কিডনি প্রতিস্থাপন সবুজ সঙ্কেত পেল।

আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা শেখ হাবিবুর রহমান। ২০২৪ সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তিনি জানতে পারেন তাঁর কিডনির ভাল হওয়ার আশা নেই। কার্যত বিকল কিডনি। কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেয় চিকিৎসকেরা।

advertisement

আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট

চিকিৎসকের পরামর্শ মতো রাজ্যের স্বাস্থ্য দফতরে কিডনি প্রতিস্থাপনের আর্জি করে ওই হাসপাতাল। স্বাস্থ্য দফতর থেকে জানানো হয় যে কিডনি প্রতিস্থাপনের সরকারি তালিকায় ছাব্বিশ নম্বরে রয়েছেন হাবিবুর। এরই মধ্যে স্বাস্থ্যের অবনতি হয় হাবিবুরের এবং তাকে কিডনি দিতে এগিয়ে আসেন মধ্যমগ্রামের এক বাসিন্দা।

advertisement

কিডনি দাতা এবং গ্রহীতার সমস্ত মেডিক্যাল তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আবারও স্বাস্থ্য দফতরের দ্বারস্থ হয় হাবিবুরের পরিবার। অভিযোগ, কোনও কারণ ছাড়াই সেই আবেদন খারিজ করে স্বাস্থ্য দফতর। কলকাতা হাইকোর্টে মামলা করেন হাবিবুরের স্ত্রী, তার আর্জি স্বামীর কিডনি প্রতিস্থাপনের নির্দেশ দিক আদালত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
High Court: কিডনি প্রতিস্থাপনে অনুমতি দিল হাইকোর্ট, প্রাণ বাঁচবে বহু মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল