পৃথিবীর বিরল কিছু পশু পাখি এখানে রয়েছে।যাদের লাইভ ছবি আঁকার সুযোগ পেলেন শিল্পীরা। চিড়িয়া খানার বিভিন্ন জায়গায় রং তুলি নিয়ে বসে পড়েছিলেন,শিল্পীরা। তবে ম্যাকাও পাখির খাঁচার সামনে আই, পি,এস কল্যাণ মুখোপাধ্যায় রং তুলি নিয়ে ক্যানভাসে আঁকছিলেন।
advertisement
জীবন্ত ম্যাকাও পাখির ছবি আঁকলেন তিনি। তাঁর পেশাদার জীবনের সঙ্গে এই আঁকা একেবারে চেনা ছকের ছিল না। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘’পেশা এবং নেশা এই দুটি জিনিস একেবারেই আলাদা। আমার নেশা ,ছবি আঁকা। রং তুলিতে শুধু জীবন্ত করে তোলার চেষ্টা করছি।’’
আরও পড়ুন – Bayron Biswas: বায়রন তৃণমূলে যোগ দেওয়ায় সাগরদীঘি মডেলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন
কল্যাণ বাবু,মূলত ফেলে দেওয়া,রাস্তায় পড়ে থাকা পালক দিয়ে ছবি আঁকেন।সেই ছবির মধ্যে অভিনবত্ব রয়েছে।যেহেতু সেই ছবি আঁকতে অনেকটা সময় লাগে।তাই তিনি রং তুলি দিয়ে কম সময়ে ছবি আঁকলেন। ডিরেক্টর তাপস বাবু দাবি করেন,ডান্সিং হরিণ সারা পৃথিবীতে প্রায় লুপ্ত।আমাদের দেশে মনিপুরে এই হরিণ কিছু রয়েছে। পৃথিবীতে যার সংখ্যা ৫৫টি। তার মধ্যে ৩৩টি রয়েছে,চিড়িয়াখানায়। যা প্রজনন করিয়ে এই সংখ্যায় এসে দাঁড়িয়েছে। প্রয়োজনে এই হরিণ আরও প্রজনন করিয়ে পৃথিবীর অন্য কোনও দেশে সরবরাহ করতে পারে আমাদের রাজ্য।
আরও পড়ুন – IPL 2023 : ম্যাচের মধ্যে বৃষ্টি, ম্যাচ শেষেও আহমেদাবাদে আইপিএল ফাইনালে টাকার বৃষ্টি, জানুন
এই অঙ্কন অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল যে,- লুপ্ত প্রায় পশুদের একটি দলিল তৈরি হয়ে থাকা এবং এই ছবি মানুষের কাছে পৌঁছে যাওয়া। কারণ পশু পাখির সঙ্গে সাধারণ মানুষের পরিচয় হওয়া খুব প্রয়োজন।কারণ,অনেকেই না জেনে অনেক বিরল প্রজাতির প্রাণীর ক্ষতি সাধন করে।সেই দুর্ঘটনা থেকে রেহাই করতে এই প্রশিক্ষণ শিবির খুবই প্রয়োজন বলে মনে করেন তাপস বাবু। তাতে বিরল পশু পাখি রক্ষা করা সম্ভব হবে৷
SHANKU SANTRA