IPL 2023 : ম্যাচের মধ্যে বৃষ্টি, ম্যাচ শেষেও আহমেদাবাদে আইপিএল ফাইনালে টাকার বৃষ্টি, জানুন

Last Updated:
IPL 2023 Prize Money: গত দু এক বছরের মধ্যে  ধরে প্রাইজমানি বাড়েনি। তবে আগামী বছর তা ফের আরও বাড়তে পারে।
1/5
আহমেদাবাদ: আইপিএলে টাকার বৃষ্টি৷ হ্যাঁ ঠিকই জানেন মাঠে খেলা চলাকালীন বৃষ্টি হয়েছিল বটে, তবে আইপিএল ২০২৩-র ফাইনাল ম্যাচ শেষে হল টাকার বৃষ্টিও৷  চেন্নাই সুপার কিংস বা সিএসকে রেকর্ড পঞ্চমবারের উজ্জ্বল ট্রফিই পায়নি, বিজয়ীর পুরস্কার হিসেবে ২০ কোটি টাকা প্রাইজমানি পেল৷
আহমেদাবাদ: আইপিএলে টাকার বৃষ্টি৷ হ্যাঁ ঠিকই জানেন মাঠে খেলা চলাকালীন বৃষ্টি হয়েছিল বটে, তবে আইপিএল ২০২৩-র ফাইনাল ম্যাচ শেষে হল টাকার বৃষ্টিও৷  চেন্নাই সুপার কিংস বা সিএসকে রেকর্ড পঞ্চমবারের উজ্জ্বল ট্রফিই পায়নি, বিজয়ীর পুরস্কার হিসেবে ২০ কোটি টাকা প্রাইজমানি পেল৷
advertisement
2/5
রানার্স আপ গুজরাত টাইটানস পুরস্কার হিসেবে পেয়েছে ১২.৫ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সও ভালই টাকা পেয়েছে৷ তাদের  পুরস্কার মূল্য ৭ কোটি টাকা। অন্যদিকে, চতুর্থ অবস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬.৫ কোটি টাকা।
রানার্স আপ গুজরাত টাইটানস পুরস্কার হিসেবে পেয়েছে ১২.৫ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সও ভালই টাকা পেয়েছে৷ তাদের  পুরস্কার মূল্য ৭ কোটি টাকা। অন্যদিকে, চতুর্থ অবস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬.৫ কোটি টাকা।
advertisement
3/5
আইপিএলের প্রথম প্রথম মরশুমে বিজয়ী দল পেয়েছিল ৪.৮ কোটি টাকা। সেই  মরশুমেই রানার্স আপ দল ব্যাগে পুড়েছিল ২.৪ কোটি টাকা৷  এরপর এই কয়েক বছরে পুরস্কারের অর্থ বেড়েছে বহুগুণ। তবে গত দু এক বছরের মধ্যে  ধরে প্রাইজমানি বাড়েনি। তবে আগামী বছর তা ফের আরও বাড়তে পারে।
আইপিএলের প্রথম প্রথম মরশুমে বিজয়ী দল পেয়েছিল ৪.৮ কোটি টাকা। সেই  মরশুমেই রানার্স আপ দল ব্যাগে পুড়েছিল ২.৪ কোটি টাকা৷  এরপর এই কয়েক বছরে পুরস্কারের অর্থ বেড়েছে বহুগুণ। তবে গত দু এক বছরের মধ্যে  ধরে প্রাইজমানি বাড়েনি। তবে আগামী বছর তা ফের আরও বাড়তে পারে।
advertisement
4/5
এছাড়াও আরও পুরস্কার পেয়েছেন যাঁরা রইল পুরো তালিকা ১. বর্ষসেরা এমার্জিং প্লেয়ার - যশস্বী জয়সওয়াল - ১০ লক্ষ টাকা ২.  সর্বাধিক উইকেট (পার্পল ক্যাপ) - মহাম্মদ শামি - ২৮ উইকেট -১০ লক্ষ টাকা ৩. সর্বাধিক রান (অরেঞ্জ ক্যাপ) - শুভমান গিল -৮৯০ রান- ১০ লক্ষ টাকা ৪. সর্বাধিক ছক্কা - ফ্যাফ ডুপ্লেসি - ৩৬ ছক্কা - ১০ লক্ষ টাকা ৫. গেম চেঞ্জার অফ দ্য সিজন - শুভমান গিল - ১০ লক্ষ টাকা ৬. সবচেয়ে মূল্যবান খেলোয়াড় - শুভমান গিল - 10 লক্ষ টাকা
এছাড়াও আরও পুরস্কার পেয়েছেন যাঁরা রইল পুরো তালিকা ১. বর্ষসেরা এমার্জিং প্লেয়ার - যশস্বী জয়সওয়াল - ১০ লক্ষ টাকা ২.  সর্বাধিক উইকেট (পার্পল ক্যাপ) - মহাম্মদ শামি - ২৮ উইকেট -১০ লক্ষ টাকা ৩. সর্বাধিক রান (অরেঞ্জ ক্যাপ) - শুভমান গিল -৮৯০ রান- ১০ লক্ষ টাকা ৪. সর্বাধিক ছক্কা - ফ্যাফ ডুপ্লেসি - ৩৬ ছক্কা - ১০ লক্ষ টাকা ৫. গেম চেঞ্জার অফ দ্য সিজন - শুভমান গিল - ১০ লক্ষ টাকা ৬. সবচেয়ে মূল্যবান খেলোয়াড় - শুভমান গিল - 10 লক্ষ টাকা
advertisement
5/5
৭. দীর্ঘতম ছয়: ফ্যাফ ডু প্লেসিস - ১০ লক্ষ টাকা ৮. ক্যাচ অফ দ্য সিজন - রশিদ খান - ১০ লক্ষ টাকা ৯. Paytm ফেয়ারপ্লে পুরস্কার - দিল্লি ক্যাপিটালস ১০. আইপিএল ২০২৩-র সেরা পিচ এবং মাঠ - ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ইডেন গার্ডেন - ৫০ লক্ষ টাকা ১১. সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন - গ্লেন ম্যাক্সওয়েল - ১০ লক্ষ টাকা ১২. মরশুমে সর্বাধিক চার - শুভমান গিল (৮৫) - ১০ লক্ষ টাকা
৭. দীর্ঘতম ছয়: ফ্যাফ ডু প্লেসিস - ১০ লক্ষ টাকা ৮. ক্যাচ অফ দ্য সিজন - রশিদ খান - ১০ লক্ষ টাকা ৯. Paytm ফেয়ারপ্লে পুরস্কার - দিল্লি ক্যাপিটালস ১০. আইপিএল ২০২৩-র সেরা পিচ এবং মাঠ - ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ইডেন গার্ডেন - ৫০ লক্ষ টাকা ১১. সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন - গ্লেন ম্যাক্সওয়েল - ১০ লক্ষ টাকা ১২. মরশুমে সর্বাধিক চার - শুভমান গিল (৮৫) - ১০ লক্ষ টাকা
advertisement
advertisement
advertisement