সিঙ্গল বেঞ্চের রায়ের ওপরই নির্ভর করছে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ। গতকাল ম্যারাথন শুনানির পরও স্পষ্ট হল না পঞ্চায়েত মামলার ভবিষ্যত। হাইকোর্টে দীর্ঘ সময় শুনানির পর শেষ হয়নি সওয়াল-জবাব। আজ ফের শুনানি শুরু হবে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে ।
আরও পড়ুন : হাইকোর্টে আজও ঝুলে রইল পঞ্চায়েতের ভবিষ্যৎ, পয়লা মে ভোট কার্যত অসম্ভব
advertisement
টানা দু-দিন সওয়াল জবাব চললেও শেষ হয়নি শুনানি পর্ব। নির্বাচনের দিন ঘোষণার ক্ষেত্রেই কি পদ্ধতিগত ভুল ছিল রাজ্য নির্বাচন কমিশনের? বুধবার পঞ্চায়েত মামলার শুনানিতে এই প্রশ্নকে ঘিরেই চলল সওয়াল জবাব। বিচারপতি সুব্রত তালুকদার প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন ভুল করলে শুধরে দেবে কে?
আরও পড়ুন : ‘কমিশন ভুল করলে শোধরাবে কে?’ হাইকোর্টে শুনানিতে উঠল প্রশ্ন
বামেদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর অভিযোগ, সর্বদলীয় বৈঠকে ভোটের দিনক্ষণ জানানো হয়নি। অথচ তারপরেই তড়িঘড়ি দিন ঘোষণা হয়। দ্রুত মামলার শুনানি শেষ করতে আর্জি জানান তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যেপাধ্যায়। দ্রুত শুনানি শেষ করাই আদালতের অগ্রাধিকার বলে জানান বিচারপতি সুব্রত তালুকদার। বৃহস্পতিবার ফের মামলার শুনানি।