TRENDING:

স্যারিডন, ট্যাক্সিম সহ ৩২৮টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাজার চলতি ৩২৮ টি জনপ্রিয় ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নিষিদ্ধ ওষুধের তালিকায় রয়েছে 'পিরামল'-এর বানানো স্যারিডন, 'অ্যালকেম ল্যাবরেটরি'-র ট্যাক্সিম এ-জেড এবং 'ম্যাকলয়েড ফার্মা'-র প্যানডার্ম প্লাস মলম, ডায়াবিটিসের ওষুধ গ্লুকোনর্ম পিজি, অ্যান্টিবায়োটিক লুপিডিকলক্স। অবিলম্বে এই ওষুধ গুলির উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
advertisement

কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে কেন বন্ধ হল না ফেনসিডিল (কাফ সিরাপ), কোরেক্স (কাফ সিরাপ), ডি কোল্ড টোটাল, গ্রিলিঙ্কটাস (কাফ সিরাপ)-এর মতো ক্ষরিকারক ওষুধ!

নিষিদ্ধ হওয়া ওষুধ গুলি হল ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধ। অর্থাৎ, দু’টি বা তিনটি ওষুধ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যে ওষুধ তৈরি হয়। ২০১৬ সালের মার্চেই এই ধরণের ওষুধ গুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। সরকারের যুক্তি ছিল, দুই বা তিনটি ওষুধ মিশিয়ে এই ওষুধগুলি তৈরি হয়। তাই কোনও রোগির একটি ওষুধ দরকার হলেও তাঁকে অন্য ওষুধ খেতে হয়, প্রয়োজন না থাকলেও । ফলে ওষুধের অতিরিক্ত ব্যবহার হচ্ছে, দীর্ঘমেয়াদী ক্ষতির মুখোমুখি হচ্ছেন রোগিরা।

advertisement

সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানিকে বাজার থেকে অন্তত ছয় হাজার’টি ব্র্যান্ডের ওষুধ তুলে নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার বাজারমূল্য আনুমানিক দুই থেকে তিন হাজার কোটি টাকা।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন ওষুধ প্রস্তুতকারকেরা। তৈরি হয় বিশেষজ্ঞ কমিটি। কিন্তু সেই কমিটিও এই ধরনের ওষুধ নিষিদ্ধ ঘোষণা করার পক্ষেই রায় দেয়। অগত্যা এই ওষুধ গুলিকে বাজার থেকে তুলে নেওয়া ছাড়া আরও কোনও রাস্তা খোলা থাকল না ওষুধ প্রস্তুতকারকদের সামনে।

advertisement

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া ড্রাগ অ্যাকশন নেটওয়ার্ক নামের সংগঠন। যাদের উদ্যোগে এই ওষুধ গুলিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও এই সংগঠনের দাবি, ভারতের বাজারে আরও অনেক বিপজ্জনক ওষুধ সহজেই পাওয়া যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

আরও পড়ুন-গণেশ চতুর্থীর দিনও রেহাই নেই, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্যারিডন, ট্যাক্সিম সহ ৩২৮টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক