নবান্ন সূত্রে খবর, কাশির সিরাপের ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদের সতর্ক করল রাজ্য। অ্যাডভাইসারি অনুযায়ী, সিরাপ তৈরির সমস্ত কাঁচামাল, বিশেষ করে প্রোপিলীন গ্লাইকোল আইপি, গ্লিসারিন আইপি এবং সরবিটল আইপি কেনার সময় বিশেষ নজর দেওয়ার নির্দেশ। সরকার স্বীকৃত ভেন্ডারের কাছ থেকেই এই কাঁচামাল কিনতে হবে, জানাল স্বাস্থ্য দফতর। পাশাপাশি, ইথিলিন গ্লাইকোল এবং ডাইইথিলিন গ্লাইকল নামক পদার্থ অনেক সময় অপরিষ্কার থাকবে। এজন্য কাঁচামাল কেনার সময় বাধ্যতামূলকভাবে পুনরায় পরীক্ষা করার নির্দেশ। রিপোর্ট জমা দিন লাইসেন্সিং অথরিটি ড্রাগ কন্ট্রোলের কাছে।
advertisement
অ্যাডভাইসারিতে নির্দেশ, ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদেরও সতর্ক করল রাজ্য সরকার। বিপণনকারী ওষুধ বিক্রির সময় আইন মাফিক ওষুধের গুণমান যাচাই করবেন। তা না হলে তারা দায়ী থাকবে। ওষুধের নিরাপত্তা সংক্রান্ত আপডেটগুলির তথ্যের জন্য ড্রাগ এলার্ট পোর্টালের নির্দেশ মাফিক অনুসরণ করতে হবে। রাজ্য সরকারের অ্যাডভাইজারি জারি কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থা ও বিক্রেতাদের জন্য।
রাজ্যজুড়ে সব মেডিকেল কলেজ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করল রাজ্য। প্রত্যেকটি জেলার রিজার্ভ স্টোর, সরকারি মেডিকেল কলেজগুলি হাসপাতাল গুলিতে মেডিকেল স্টোর এবং ফিল্ড হাসপাতাল স্টকে মজুদ থাকা সমস্ত ওষুধ পরীক্ষা করিয়ে রিপোর্ট দিতে হবে।
যে ওষুধগুলি মজুত রয়েছে সেই ওষুধ রোগের নিরাপদ ব্যবহারের জন্য তাদের সেলফ-লাইফের মধ্যে রয়েছে। রোগীদের মধ্যে বিতরণের জন্য এস এম আই এস (smis) সিস্টেমে প্রবেশের আগে ফার্ম এবং স্বাধীন নাব এল (NABL) ল্যাব থেকে বিধিবদ্ধ নমুনা পরীক্ষার (STATUTORY SAMPLING)রিপোর্ট গুলি সংগ্রহ করা হয়েছে যাচাই হয়েছে এবং ঠিক পাওয়া গিয়েছে। এই রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে ওষুধের নিয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে।