এখন সব ছাত্রীকে CWC- তে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কিত পরিবারের লোকেরা। হরিদেবপুর থানায় এসে উত্তেজিত হয়ে পড়েন তাঁরা । তাঁদের দাবি, এরকম স্কুল বন্ধ করা হোক যেখানে ধর্ষণ বা মলেস্ট করা হয় শ্লীলতাহানি করত । এমনকি বিভিন্ন সময় ডেকে পাঠাত রুমে। সেখানে মলেস্ট করা হত বলে অভিযোগ। হরিদেবপুরে ব্লাইন্ড স্কুল আপাতত বন্ধ। গেটে ঝুলছে তালা। গেট বন্ধ। ফাঁকা চত্বর স্কুলে। পুলিশ সূত্রে খবর, ছেলে ও মেয়ে নিয়ে মোট ৭৭ জন আবাসিক ছাত্র ছাত্রীদের সরিয়ে CWC-তে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের তরফে এই ঘটনার পরে। তাই আপাতত স্কুল হচ্ছে না। ওই ব্লাইন্ড স্কুল আপাতত বন্ধ। নোটিশ না থাকলেও, যেহেতু এই স্কুল ও হোস্টেল প্রতিষ্ঠাতা জীবেশ গ্রেফতার, প্রিন্সিপাল গ্রেফতার তাই কর্মীরাও জানে না কি হবে। অভিভাবকেরাও আতঙ্কিত।
advertisement
আরও পড়ুন: বিশ্বের এই ছয় জায়গায় মৃত্যু নিষিদ্ধ! বহু যুগ ধরে কেউ মারা যাননি এখানে! কী করে সম্ভব!
এই ঘটনার পরে ওই ব্লাইন্ড স্কুলে হরিদেবপুরে যৌন নির্যাতনের বিরুদ্ধে এবার পথে নামল ব্লাইন্ড পার্সোন্স এসোসিয়েশন, ফোরাম ফর স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস যাদবপুর ইউনিভার্সিটির তরফে ব্লাইন্ডরা প্রতিবাদ মিছিল করে। আজ তাঁরা হরিদেবপুরে থানায় এসে ডেপুটেশন দিয়েছে।তাঁদের দাবি, ব্লাইন্ড স্কুলে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ও ব্লাইন্ড স্কুল যেন বন্ধ না হয়। সব মিলে বলা যায় ওই স্কুল ও হোস্টেল আপাতত বন্ধ। নেই কোনও আবাসিক। অভিভাবকেরা আতঙ্কিত এই ঘটনায়। আর কত মেয়ে জীবেশের শিকার হয়েছিল খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
ARPITA HAZRA
