সম্প্রতি ১২ জুন যে বিমান দুর্ঘটনা হয় সেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। স্মরণ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও আরও বিশিষ্টজনেরাও ছিলেন।
advertisement
১২ জুন সর্দার বল্লবভাই প্যাটেল বিমান বন্দর থেকে লন্ডনে যাত্রার সময় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বিমানের ক্যাপ্টেন, সহযোগী ক্যাপ্টেন ও ক্রু সহ মোট ২৪১ যাত্রী ছিলেন সেই বিমান। এই দুর্ঘটনায় মোট ২৪০ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যেই একজন ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। কলকাতার স্মরণ সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে কৃতিত্বের কথা উঠে আসে। উঠে আসে তাঁর জীবনের নানান ওঠাপড়ার কথাও।
মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি কতখানি সাধারণ জীবনযাপন করতেন সে কথা উঠে আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার কলকাতায় থাকেন। তাঁদের প্রতি সমবেদনা জানান শুভেন্দু অধিকারী। বিমান দুর্ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সে কথাও উল্লেখ করেন। শুভেন্দু অধিকারীর মুখে শেনা যায় বিজয় রূপানির নানা কৃতিত্বের কথা।