TRENDING:

Suvendu Adhikari on Vijay Rupani: কলকাতায় বিজয় রূপানির স্মরণ সভা! কতটা সাধারণ জীবনযাপন ছিল তাঁর? শুভেন্দুর মুখে স্মৃতিচারণ

Last Updated:

মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি কতখানি সাধারণ জীবনযাপন করতেন সে কথা উঠে আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার কলকাতায় থাকেন। তাঁদের প্রতি সমবেদনা জানান শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আমদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ জাতীয় পতাকায় মুড়ে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। ভবানীপুরে অনুষ্ঠিত হল গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণসভা। কলকাতায় বসবাসীকারি গুজরাতিরা মিলে এই স্মরণ সভার আয়োজন করেছিলেন। নবকার মন্ত্র  দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নবকার মন্ত্র মূলত একটি নমস্কার মন্ত্র। এই মন্ত্র জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। এরপরে বিভিন্ন গুজরাতি সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
কলকাতায় বিজয় রুপানির স্মরণ সভা, শুভেন্দুর মুখে বিজয় স্মৃতি
কলকাতায় বিজয় রুপানির স্মরণ সভা, শুভেন্দুর মুখে বিজয় স্মৃতি
advertisement

আরও পড়ুন: ইরানের সবচেয়ে বড় শক্তি–ফরদো! মাটির নীচে ইরানের রহস্যময় পৃথিবী! কেউ চাইলেও ধ্বংস করতে পারবে না! কী আছে সেখানে জানেন? শুনে চমকে উঠবেন

সম্প্রতি ১২ জুন যে বিমান দুর্ঘটনা হয় সেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। স্মরণ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও আরও বিশিষ্টজনেরাও ছিলেন।

advertisement

১২ জুন সর্দার বল্লবভাই প্যাটেল বিমান  বন্দর থেকে লন্ডনে যাত্রার সময় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বিমানের ক্যাপ্টেন, সহযোগী ক্যাপ্টেন ও ক্রু সহ মোট ২৪১ যাত্রী ছিলেন সেই বিমান। এই দুর্ঘটনায়  মোট ২৪০ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যেই একজন ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। কলকাতার স্মরণ সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে কৃতিত্বের কথা উঠে আসে। উঠে আসে তাঁর জীবনের নানান ওঠাপড়ার কথাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি কতখানি সাধারণ জীবনযাপন করতেন সে কথা উঠে আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার কলকাতায় থাকেন। তাঁদের প্রতি সমবেদনা জানান শুভেন্দু অধিকারী। বিমান দুর্ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সে কথাও উল্লেখ করেন। শুভেন্দু অধিকারীর মুখে শেনা যায় বিজয় রূপানির নানা কৃতিত্বের কথা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on Vijay Rupani: কলকাতায় বিজয় রূপানির স্মরণ সভা! কতটা সাধারণ জীবনযাপন ছিল তাঁর? শুভেন্দুর মুখে স্মৃতিচারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল