মেট্রো রেলের আধিকারিকরা জানাচ্ছেন বুকিং কাউন্টারে ভিড় এড়াতে, যাত্রীদের অনুরোধ করছি যে তারা ট্যুরিস্ট স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড ব্যবহার করুন এবং আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট বুক করুন যাতে সময় এবং অর্থ সাশ্রয় হয়। মেট্রো রেলওয়ে স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মূল্যের উপর ভাড়ায় ৫% ছাড় প্রদান করছে। সাম্প্রতিক সময়ে মেট্রো রেলওয়ে কলকাতায় যাত্রীরা ধীরে ধীরে স্মার্ট কার্ড কিনে স্মার্ট মোবাইল QR টিকিট বুক করে স্মার্ট ভ্রমণের দিকে ঝুঁকছেন।
advertisement
গত ১১ দিনে মোট ২৪১৭০টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এবং ৪.৫৬ লক্ষেরও বেশি যাত্রী এই মাসে স্মার্ট মোবাইল QR টিকিট বুক করেছেন। পুজো এগিয়ে এলেও তাই মেট্রোর পরিষেবা নিয়ে বিভ্রান্তি কাটছে না যাত্রীদের। পুজোর দিনগুলিতে যাত্রীদের বড় অংশ উত্তর-দক্ষিণ পথে সফরের জন্য মেট্রোর উপরেই নির্ভর করেন। তার মধ্যে পুজো-পর্বে কী ভাবে মেট্রো চলবে, তার হদিস জানতে না পারায় যাত্রীদের উদ্বেগ বাড়ছে। মেট্রোকর্তাদের অবশ্য দাবি, এ নিয়ে প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি নির্দিষ্ট সূচি জানানো হবে। পুজোর ভিড়ের মধ্যে যে কোনও আকস্মিক বিপত্তি পুরো মেট্রো পরিষেবাকে বিপর্যস্ত করতে পারে বলে মনে করছেন মেট্রোর কর্তারা। তবে কতটা সময়ের ব্যবধানে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তমকুমার এবং ফের ওই স্টেশন থেকে দক্ষিণেশ্বরঅ ভিমুখে মেট্রো ছুটবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না মেট্রোকর্তাদের কেউই।