এদিন রাজভবনের ভেতরের বাগানে সাদা পোশাকে দেখা গেল সি ভি আনন্দ বোসকে। তাঁর সঙ্গে বহু সাধারণ মানুষ থেকে আরম্ভ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যোগ দিবসে অংশ নিতেও দেখা যায়। মঙ্গলবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা নিয়ে দিনভর খবরের শিরোনামে ছিলেন রাজ ভবন এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর ঠিক পরের দিনই সমস্ত বিতর্ককে দূরে রেখে একেবারে অন্য মেজাজে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধানকে।
advertisement
আরও পড়ুন: কবে চালু হতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মেট্রো? টানেল পরিদর্শন করলেন রেলমন্ত্রী
এদিন সকাল ৬:৪৫ নাগাদ রাজভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন যোগ সংক্রান্ত এক প্রদর্শনীর। প্রদর্শনী ঘুরেও দেখেন সি ভি আনন্দ বোস। এরপরই রাজভবনের ভেতরের মাঠে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখানে যোগের উপকারিতা সংক্রান্ত একটি নাটকের শেষে রাজ্যপালকে যোগ করতে দেখা যায়। যোগাসন বিশেষজ্ঞর পরামর্শ মতো তিনি বেশ খানিকক্ষণ সময় যোগব্যায়াম করেন।
আরও পড়ুন: মর্মান্তিক! বজ্রপাতে মৃত্যু জেলায় জেলায়, দুর্যোগে প্রাণ হারালেন চার
এরপর সেখান থেকে সরাসরি রানী রাসমনি রোডের যোগ সংক্রান্ত আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখান থেকে তিনি চলে আসেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এখানে রাজ্যপালকে যোগাভ্যাস করতে দেখা না গেলও তিনি যোগাভ্যাসের উপকারিতা সংক্রান্ত বিষয় বিশদে এক ভাষণ রাখেন সেখানে উপস্থিত অতিথিদের জন্য।
এদিন সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে যোগ দিবসের অনুষ্ঠান শেষে তাঁকে জেলা পিছু এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সি ভি আনন্দ বোস পূর্ণাঙ্গ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেই জানান।