Lightning Death : মর্মান্তিক! বজ্রপাতে মৃত্যু জেলায় জেলায়, দুর্যোগে প্রাণ হারালেন চার
- Published by:Teesta Barman
- local18
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Lightning Death : রায়নার বনগ্রামের বাসিন্দা মুক্তার সেখ মাঠে গরু চরানোর সময় বজ্রাহত হন। বয়স, ৩৬ বছর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মুক্তার সেখের মৃত্যু হয়।
পূর্ব বর্ধমান ও বাঁকুড়া: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের জেরে মর্মান্তিক ঘটনা ঘটল দুই জেলায়। পূর্ব বর্ধমান জেলায় পৃথক তিনটি ঘটনায় বজ্রাঘাতে মৃত্যু হল তিন জনের। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দেওয়ানদিঘি থানার তালিত স্টেশন সংলগ্ন মাঠে খেলার সময় বাজ পড়ে গুরুতরভাবে আহত হন দেব হরিজন নামের এক ১৫ বছরের কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে রায়নার বনগ্রামের বাসিন্দা মুক্তার সেখ মাঠে গরু চরানোর সময় বজ্রাহত হন। বয়স, ৩৬ বছর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মুক্তার সেখের মৃত্যু হয়।
advertisement
advertisement
অপরদিকে বর্ধমান থানার কাঁঠালগাছি গ্রামের বাসিন্দা ৪০ বছরের রামপ্রসাদ ঘরুই মাঠে গরু চরানোর সময় বজ্রাহত হন। তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।
এছাড়া বাঁকুড়াতেও একই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাত্রসায়ের একজনেরও মৃত্যু রয়েছে বজ্রপাতে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 11:02 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Lightning Death : মর্মান্তিক! বজ্রপাতে মৃত্যু জেলায় জেলায়, দুর্যোগে প্রাণ হারালেন চার