রাজ্যের দায়িত্বে এসে উচ্চশিক্ষা দফতরের সেই আইন মেনেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকলেন রাজ্যের নয়া রাজ্যপাল। ১৭ জানুয়ারি অর্থাৎ আগামিকাল সকাল ১১ টায় বৈঠকে উপস্থিত থাকতে ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেইল করে সব উপাচার্যদের জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবও।
আরও পড়ুন: অভাবনীয়! স্কুল বাঁচাতে নিজেদের বেতন থেকে আংশিক শিক্ষক নিয়োগ দুই শিক্ষকের
advertisement
রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখর ও উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ সেই বৈঠকে না দেবার জন্য উচ্চশিক্ষা দফতরের তরফে উপাচার্যদের বারণ করে দেওয়া হয়েছিল। উচ্চশিক্ষা দফতরের তরফে প্রশ্ন তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন রাজ্যপাল আইন নামে নেই উপাচার্যদের সরাসরি চিঠি পাঠিয়ে ডাকছেন। তার জেরেই রাজ্য - রাজ্যপাল সংঘাত ও হয়। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সঙ্গে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম নিয়েও রাজভবনের সঙ্গে বারে বারে সংঘাতে জড়িয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তথা রাজ্য।
তবে এবার উপাচার্যদের বৈঠকে ডাকা নিয়ে আইন মেনে চলায় রাজভবনের তরফে আর কোন বিতর্ক থাকছে না। এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, "উচ্চশিক্ষা দফতর মারফত ই-মেইল এসেছে বৈঠকে যোগ দেওয়ার জন্য। অবশ্যই আমরা যাব। নিয়ম মেনেই তো বৈঠক ডাকা হয়েছে।" রাজভবন সূত্রে খবর বিশ্ববিদ্যালয় গুলি সম্পর্কে রাজ্যপাল পরিচিত হতে চাইবেন এই বৈঠকে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নেই। সার্চ কমিটির মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য ফের তৎপরতা শুরু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য ইতিমধ্যে সার্চ কমিটি গঠনও হয়েছে।
আরও পড়ুন: সব জল্পনার অবসান! মমতার সঙ্গে হঠাৎ বৈঠক কেন, স্পষ্টভাবেই কারণ জানিয়ে দিলেন সৌরভ
রাজভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্যও সার্চ কমিটির সুপারিশ করা সদস্যদের সঙ্গেও রাজ্যপাল বৈঠক করতে চান। ইতিমধ্যেই এই বিষয় সম্পর্কে উচ্চ শিক্ষা দফতরকে অবহিত করা হয়েছে। কমিটির তরফে যাদের যাদের নাম মনোনীত করা হবে উপাচার্যের জন্য তাদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করতে পারেন রাজ্যের নয়া রাজ্যপাল।
যদিও এই বিষয় নিয়ে এখনও কোনও আপত্তি করেনি রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সাম্প্রতিক সময় উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় গুলি কাজকর্ম নিয়ে বারে বারে রাজ্য-রাজভবন সংঘাতে জড়িয়ে পড়ার পর রাজ্যের নয়া রাজ্যপাল দায়িত্ব নেওয়ার দু'মাসের মধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করাকে কেন্দ্র করে বিশেষ ভাবে আলাপ-আলোচনাও শুরু হয়েছে। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দিয়েছেন রাজ্যের নয়া রাজ্যপাল। একাধিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কর্মসূচির প্রশংসাও করতে দেখা গেছে রাজ্যের নয়া রাজ্যপালকে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়