হুমকি মেলকে তোয়াক্কা না করেই রাস্তায় নামবেন তিনি, গতকালই জানিয়েছিলেন তিনি৷ তিনি বলেন, ‘‘আমি প্রস্তাব দিয়েছিলাম। নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় ঘুরব। আমার নিরাপত্তা আধিকারিকরা তাদের কর্তব্যের স্বার্থে আমাকে তার অনুমতি দেননি৷ প্রত্যেকের কর্তব্যকে সমর্থন করি। তাই শেষে আর আপত্তি করিনি৷ আমার কোনও ভয় নেই। মেল আসুক আর যাই আসুক৷’’
advertisement
গতকালের ইডি অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি৷ এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘‘ আমি কালকের ব্যাপারে ভিতরে ঢুকতে চাইনা। বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। সরকারি কর্মীকে কাজে বাধাদান ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কোনও সাংবিধানিক অথরিটিকে কাজে বাধা দেয় তার ক্ষমতায় থাকার অধিকার নেই। কোনও ব্যক্তি যত উঁচু পদেই থাকুন তিনি তার দায়িত্ব পালনে দায়বদ্ধ৷’’
আরও পড়ুন: কলেজের কোনও ডিগ্রি ছাড়াই বিদেশে চাকরি! লক্ষ লক্ষ টাকার প্যাকেজে আমেরিকায় চাকরির বড় সুযোগ
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার মেলে রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেই জানা যায়৷ গতকালই রাতেই এ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রককে জানান হয়। গভীর রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের জরুরি বৈঠক হয়েছে বলে খবর সূত্রের। লোকভবনে নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয় বলে জানা যায়৷ যদিও এই প্রথম নয়, এর আগেও হুমকি মেল পেয়েছেন রাজ্যপাল৷
