কিন্তু, কেন এমন প্রকল্প রাজভবনের? সম্প্রতি রাজভবনের তরফে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে স্কুল পড়ুয়াদের একাংশ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার বিষযে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করা হলেও কী ভাবে তাঁর সঙ্গে দেখা করা যাবে, তা নিয়ে অবশ্য বিস্তারিত ধারণা ছিল না পড়ুয়াদের মধ্যে।
advertisement
সেই জন্যই রাজ্যপাল জানান, পড়ুয়াদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজভবন। সেই অনুযায়ীই, রাজভবনের তরফে এই বিশেষ প্রকল্প চালু করা হল বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহ থেকেই এই প্রকল্প কার্যকরী হতে চলেছে।
এর আগে রাজভবনের তরফে যে পিস রুম চালু করা হয়েছিল, তা নিয়ে কড়া প্রতিক্রিয়া উঠে এসেছিল রাজ্যের শাসকদলের তরফে। শুধু তাই নয়, পিস রুমে যাঁরা অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগত ভাবে সাক্ষাৎও করেছিলেন রাজ্যপাল।
আরও পড়ুন: কোথাও টাকা আটকে রয়েছে? কিছুতেই ফেরত পাচ্ছেন না, তুলসীর মঞ্জরী দিয়ে করুন এই কাজ
রাজভবন সূত্রে খবর, ‘আমনে সামনে’ নামক এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা যে সমস্ত অভিযোগ জানাবেন, সেই সব অভিযোগগুলি রাজ্যকে ফরোয়ার্ড করা হবে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীরাই।
এর জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডি-ও দিয়ে দেওয়া হয়েছে রাজভবনের তরফে। Aamnesaamne.rajbhavankolkata@gmail.com এই ইমেল আইডির মাধ্যমে স্কুলের পড়ুয়াদের নিতে হবে আগাম অনুমতি। পাশাপাশি, ০৩৩২২০০১৬৪১ এই নম্বরে ফোন করেও পড়ুয়ারা আগাম অনুমতি নিতে পারবেন। রাজভবন সূত্রে খবর এই ই-মেল আইডি বা ফোন নম্বরের মাধ্যমে পড়ুয়াদের অনুরোধ আসা শুরু করলেই রাজ্যপাল সরাসরি সাক্ষাৎপর্ব শুরু করবেন স্কুল পড়ুয়াদের সঙ্গে।