পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ পেয়ে রাজ্যপালের তৎপরতা ভাল ভাবে নেয়নি রাজ্য সরকার এবং শাসক দল। আবার উপাচার্য নিয়োগ নিেয়ও রাজ ভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।
এ দিন রাজ্যপালের পিস কমিটি তৈরির পিছনে যে পঞ্চায়েত নির্বাচন পর্বের হিংসা বড় কারণ, তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যপালের এই উদ্যোগকেও রাজ্য সরকার বা শাসক দল যে ভাল ভাবে নেবে না, সেকথাও বলে রাখা যায়।
আরও পড়ুন: আহত মমতা, শুভেন্দুর নন্দীগ্রামে প্রচারে আসছেন বাঘিনী! শেষ দিনে বিরাট চমক তৃণমূলের
রাজ্যপাল এ দিন সাংবাদিক বৈঠক করে এই পিস কমিটির কথা জানান। পরে ট্যুইটারে তিনি লেখেন, পিস কমিটির নেতৃত্বে থাকা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন।
রাজ্যপাল ট্যুইটারে আরও জানান, সমাজে হিংসার কী ধরনের ঘটনা ঘটছে, তার প্রভাব ছাত্র সমাজ এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের উপরে কতখানি পড়বে, তা খতিয়ে দেখবে এই কমিটি। যদিও রাজ্যপালের এই সিদ্ধান্তের পর শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।