TRENDING:

C V Ananda Bose: শান্তি কমিটি গঠন, রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ! সংঘাত বাড়িয়ে জোড়া পদক্ষেপ রাজ্যপালের

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ পেয়ে রাজ্যপালের তৎপরতা ভাল ভাবে নেয়নি রাজ্য সরকার এবং শাসক দল। আবার উপাচার্য নিয়োগ নিেয়ও রাজ ভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একসঙ্গে জোড়া পদক্ষেপ রাজ্যপালের। যা রাজ্যের সঙ্গে রাজ ভবনের সংঘাত আরও বাড়িয়ে দিল। একদিকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে শান্তি রক্ষা কমিটি গড়লেন রাজ্যপাল। একই সঙ্গে প্রাক্তন এই বিচারপতিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হিসেবেও নিয়ো করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়৷
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়৷
advertisement

পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ পেয়ে রাজ্যপালের তৎপরতা ভাল ভাবে নেয়নি রাজ্য সরকার এবং শাসক দল। আবার উপাচার্য নিয়োগ নিেয়ও রাজ ভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।

এ দিন রাজ্যপালের পিস কমিটি তৈরির পিছনে যে পঞ্চায়েত নির্বাচন পর্বের হিংসা বড় কারণ, তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যপালের এই উদ্যোগকেও রাজ্য সরকার বা শাসক দল যে ভাল ভাবে নেবে না, সেকথাও বলে রাখা যায়।

advertisement

আরও পড়ুন: আহত মমতা, শুভেন্দুর নন্দীগ্রামে প্রচারে আসছেন বাঘিনী! শেষ দিনে বিরাট চমক তৃণমূলের

রাজ্যপাল এ দিন সাংবাদিক বৈঠক করে এই পিস কমিটির কথা জানান। পরে ট্যুইটারে তিনি লেখেন, পিস কমিটির নেতৃত্বে থাকা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

রাজ্যপাল ট্যুইটারে আরও জানান, সমাজে হিংসার কী ধরনের ঘটনা ঘটছে, তার প্রভাব ছাত্র সমাজ এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের উপরে কতখানি পড়বে, তা খতিয়ে দেখবে এই কমিটি। যদিও রাজ্যপালের এই সিদ্ধান্তের পর শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Ananda Bose: শান্তি কমিটি গঠন, রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ! সংঘাত বাড়িয়ে জোড়া পদক্ষেপ রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল