Nandigram: আহত মমতা, শুভেন্দুর নন্দীগ্রামে পা রাখবেন 'বাঘিনী'! শেষ দিনে বিরাট চমক তৃণমূলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনেও লড়াই যথেষ্ট আকর্ষণীয়৷ শুভেন্দুর বিধানসভা এলাকায় রীতিমতো প্রেস্টিজ ফাইট দুই দলের৷
নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দুর বিধানসভা এলাকায় ভাল ফল করতে মরিয়া তৃণমূল। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে ঝড় তুলতে বড় চমক দিতে চলেছে তৃণমূল।
বৃহস্পতিবার নন্দীগ্রামে প্রচারে নামানো হচ্ছে সিনেমা এবং যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করা রুমা চক্রবর্তীকে। তৃণমূলেপ পক্ষ থেকেই ইতিমধ্যে প্রচার কৌশলের কথা জানানো হয়েছে৷
advertisement
২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল বাঘিনী নামে একটি বাংলা ছায়াছবি৷ সেই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রুমা চক্রবর্তী৷ এ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনি অবলম্বনে তৈরি হওয়া যাত্রায় অভিনয় করেছেন তিনি৷ গ্রাম বাংলায় এখনও যাত্রা এবং যাত্রায় শিল্পের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের কদর যথেষ্ট৷ তাই পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রুমা চক্রবর্তীকে প্রচারে নামিয়ে শেষ বেলায় ঝড় তুলতে চাইছে তৃণমূল৷
advertisement
নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনেও লড়াই যথেষ্ট আকর্ষণীয়৷ শুভেন্দুর বিধানসভা এলাকায় রীতিমতো প্রেস্টিজ ফাইট দুই দলের৷ পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলিকে কেন্দ্র করে নন্দীগ্রামেও তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে৷ আবার নিজের বিধানসভায় এলাকায় পায়ের তলার মাটি আলগা হতে দিতে নারাজ বিরোধী দলনেতাও৷ নন্দ্ীগ্রামে নিজে গিয়ে প্রচার করেছেন শুভেন্দু৷ একাধিক জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে৷ সেই নন্দীগ্রামে মমতার চরিত্রে অভিনয় করা রুমা চক্রবর্তীকে প্রচারে নিয়ে গিয়ে তৃণমূল কতটা সুবিধা আদায় করতে পারে, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 11:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: আহত মমতা, শুভেন্দুর নন্দীগ্রামে পা রাখবেন 'বাঘিনী'! শেষ দিনে বিরাট চমক তৃণমূলের