TRENDING:

৫ হাজার পদে নতুন করে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার

Last Updated:

৫ হাজার পদে নতুন করে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ নতুন করে ৫ হাজার পদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার ৷ নবান্নে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সাংবাদিক সম্মেলনে রাজ্যে এই নতুন কর্মসংস্থানের ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement

এদিন তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পাঁচ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মোট ৮৬৬টি নতুন পদ তৈরি করেছে সরকার ৷ এদিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল এই প্রস্তাব ৷ এছাড়াও চার হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করবে রাজ্য ৷ বিস্তারিতভাবে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন কোন কোন পদে হবে কর্মী নিয়োগ ৷

advertisement

স্বাস্থ্য দফতরের মেডিকেল কলেজগুলির জন্য ৭৪৮টি শূন্যপদে লোক নেওয়া হবে ৷ এছাড়া আলিপুরদুয়ার জেলায় দুই ডিভিশন ও তিনটি সাবডিভিশনে ২৭টি নতুন পদে কর্মী নিয়োগ করবে রাজ্য ৷ অগ্নিনির্বাপন বিভাগে ১৫টি নতুন পদ ছাড়াও মন্ত্রিসভার অনুমোদনের পর বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুরও আলিপুরদুয়ারে তৈরি হতে চলেছে ডিভিশনাল ফায়ার অফিস ৷ সেখানেও বহু পদে কর্ম সংস্থানের সম্ভাবনা রয়েছে ৷ আলিপুরদুয়ারে নিউ ডেপুটি লেবার কমিশনের ৮টি নতুন পদে শীঘ্রই হবে কর্মী নিয়োগ ৷

advertisement

নতুন সৃষ্ট এই পদগুলি ছাড়াও-

অগ্নি নির্বাপন বিভাগে ৩২৪০ শূন্য পদে হবে কর্মী নিয়োগ ৷ এর মধ্যে ফায়ার অপারেটর পদে ১৫০০ এবং ফায়ার অক্সুলিয়ারি অপারেটর পোস্টে ১৫০০ শূন্যপদ রয়েছে ৷

২৪০ টি পদে ওয়ার্ডার ও ফিমেল ওয়ার্ডার ৷ এরমধ্যে ২০০ পুরুষ ও ৪০ জন মহিলার জন্য কর্ম সংস্থানের সুযোগ রয়েছে ৷

advertisement

CID বিভাগে ১০০টি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ১৭৩টি ড্রাইভার শীঘ্রই নিয়োগ করবে রাজ্য সরকার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এছাড়া আরও রাজ্যের বিভিন্ন জেলায় ২২২৮টি শূন্য পদে ১০০০ জন লোক নেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ শীঘ্রই উক্ত পদগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
৫ হাজার পদে নতুন করে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল