TRENDING:

হিংসা রুখতে রাজ্যের বেশ কিছু জেলায় বন্ধ ইন্টারনেট

Last Updated:

হিংসা রুখতে ও স্পর্শকাতর পরিস্থিতি এড়াতে রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাগরিকত্ব আইনের প্রতিবাদে অব্যাহত তাণ্ডব। রাজ্য সরকারের বারংবার আবেদন সত্ত্বেও বন্ধ হয়নি হিংসা প্রদর্শন ও সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির ঘটনা ৷নাগরিকত্ব সংশোধনীর আইনের প্রতিবাদের শুক্রবার থেকে অশান্ত রাজ্য ৷ বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ ও বিক্ষোভ ৷ কোথাও ভাঙচুর করা হচ্ছে রেলওয়ে স্টেশন, ট্রেন, কোথাও সড়কপথে রাস্তা অবরোধের মাঝে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাসও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন-হুঁশিয়ারিতেও কাজ হয়নি ৷ শুক্র ও শনিবারের পর রবিবারও রাজ্যে জেলায় জেলায় অব্যাহত প্রতিবাদ কর্মসূচির নামে হিংসা প্রদর্শন ৷ তাই হিংসা রুখতে ও স্পর্শকাতর পরিস্থিতি এড়াতে রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷
advertisement

মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-ক্যানিংয়ে ও উত্তর ২৪ পরগণার বারাসত,বসিরহাটে ইন্টারনেট পরিষেবা আপাত বন্ধ রাখার কথা জানানো হয়েছে ৷ বহিরাগতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির ও অশান্তি ছড়াতে মদত দেওয়ার অভিযোগ ৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ৷

CAA এর প্রতিবাদে গতরাতে তিনটি ট্রেন জ্বালিয়ে দেওয়ার পর আজও থমথমে মুর্শিদাবাদের কৃষ্ণপুর। আগুনে পুড়ল হাজারদুয়ারি এক্সপ্রেস। জেলার বিভিন্ন রেল স্টেশনে তাণ্ডবের পর তৎপরতা। স্টেশনের বাইরে ও প্ল্যাটফর্মে নজরদারি আরপিএফের। অতিরিক্ত বাহিনী মোতায়েন। রয়েছে কুইক রেসপন্স টিমও। সড়কপথেও পুলিশের টহলদারি। নাগরিকত্ব সংশোধনীর প্রতিবাদে বিক্ষোভকারীদের তাণ্ডবে তছনছ সাঁকরাইল স্টেশন। প্যানেল রুমে ভাঙচুর-আগুন। পুড়ল স্টেশন মাস্টারের ঘর। বিপর্যস্ত সিগনালিং ব্যবস্থা। দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা। বহু ট্রেন বাতিল। চরম দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে তাণ্ডব চালান মুর্শিদাবাদের সারগাছি স্টেশনেও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
হিংসা রুখতে রাজ্যের বেশ কিছু জেলায় বন্ধ ইন্টারনেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল