মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-ক্যানিংয়ে ও উত্তর ২৪ পরগণার বারাসত,বসিরহাটে ইন্টারনেট পরিষেবা আপাত বন্ধ রাখার কথা জানানো হয়েছে ৷ বহিরাগতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির ও অশান্তি ছড়াতে মদত দেওয়ার অভিযোগ ৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ৷
CAA এর প্রতিবাদে গতরাতে তিনটি ট্রেন জ্বালিয়ে দেওয়ার পর আজও থমথমে মুর্শিদাবাদের কৃষ্ণপুর। আগুনে পুড়ল হাজারদুয়ারি এক্সপ্রেস। জেলার বিভিন্ন রেল স্টেশনে তাণ্ডবের পর তৎপরতা। স্টেশনের বাইরে ও প্ল্যাটফর্মে নজরদারি আরপিএফের। অতিরিক্ত বাহিনী মোতায়েন। রয়েছে কুইক রেসপন্স টিমও। সড়কপথেও পুলিশের টহলদারি। নাগরিকত্ব সংশোধনীর প্রতিবাদে বিক্ষোভকারীদের তাণ্ডবে তছনছ সাঁকরাইল স্টেশন। প্যানেল রুমে ভাঙচুর-আগুন। পুড়ল স্টেশন মাস্টারের ঘর। বিপর্যস্ত সিগনালিং ব্যবস্থা। দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা। বহু ট্রেন বাতিল। চরম দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে তাণ্ডব চালান মুর্শিদাবাদের সারগাছি স্টেশনেও ৷
advertisement