রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে ৫৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারের নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কনফার্ম টিকিট হঠাৎ বাতিল, বিপাকে ভেলোর যাওয়ার বহু যাত্রী! বাংলায় মাথায় হাত অনেকের
বিভিন্ন সরকারি পদে নিয়োগ ছাড়া আরও কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসবার বৈঠকে। যেমন নিউ চামতা চা বাগানের ১৯ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত। পাশাপাশি মালদার গাজলে ২৮.১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করা সিদ্দান্তও নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
advertisement
আরও পড়ুন: বিয়ে করতে গেল ৫০ বছরের বর, সবাই বেঁকে বসল! ঘটনা শুনলে তাজ্জব হয়ে যাবেন
এদিকে, রাজ্যের প্রশাসনিক মহলে কোন দফতরে কতজন কর্মী কাজ করছেন তা জানতে চেয়ে নবান্নের পক্ষ থেকে চিঠি গিয়েছে প্রতিটি দফতরের অধীনে থাকা বিভিন্ন বিভাগে। হঠাৎ করে রাজ্য প্রশাসনের শীর্ষস্থ স্তর থেকে কেন কর্মীর সংখ্যা অনুসন্ধানের কাজ শুরু হল তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। এরই মধ্যে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।