শুক্রবারই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তৃণমূলের তরফে দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছেন।তৃণমূল নেতৃত্বকে বিভ্রান্ত করছেন গিরিরাজ সিং। ক্ষোভ উগরে দিয়ে এমন অভিযোগ তুলেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে এর আগে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রকের কাছে প্রায় ৭ হাজার কোটি টাকা পাওনা রাজ্যের। গত প্রায় আড়াই বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাছে বেনিয়মের অভিযোগ তুলে এই টাকা আটকে রেখেছে কেন্দ্র। চলতি মাসের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা কৃষি ভবন অভিযান করেন। কিন্তু গিরিরাজ সিং তাঁদের সঙ্গে দেখা করেননি। জানানো হয়েছিল, ১৩ এপ্রিলের পর দিল্লিতে ফিরবেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বিহারে গিয়েছেন জেনেই ফিরে গিয়েছিলেন তৃণমূল সাংসদরা। তিনি ফিরলে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
তবে তার একদিন পরেই সাংসদে গিরিরাজ সিংকে দিল্লিতেই দেখা গিয়েছে বলে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস৷ ইচ্ছা করেই দেখা না করার অভিযোগ তুলেছিল তৃণমূল। এরই মধ্যে সুদীপ বন্দোপাধ্যায়কে গিরিরাজ সিংয়ের চিঠির ভাষা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে।