TRENDING:

Giriraj Singh: গিরিরাজের চিঠির বয়ান নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে

Last Updated:

সুদীপ বন্দোপাধ্যায়কে পাঠানো চিঠির প্রাপ্তি-স্বীকার ঘিরেই আলোচনা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, '' গিরিরাজ সিং কি গিরিরাজ সিং-কেই চিঠি পাঠাচ্ছেন?'' কেন্দ্রীয় মন্ত্রীর এই চিঠি নিয়ে রীতিমত মস্করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন তৃণমূল সাংসদরা দিল্লি গিয়েছিলেন, তখন গিরিরাজের সঙ্গে দেখা হয়নি। তিনি দিল্লিতে ছিলেন না বলে জানিয়ে দেওয়া হয়েছিল মন্ত্রকের তরফ থেকে। পরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনাতও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে এ'রাজ্যের শাসক দল। দিল্লিতে পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন তৃণমূল সাংসদেরা। দেখা মেলেনি। দাবি জানিয়ে ফিরে আসতে হয়েছিল সাংসদদের। এবার তৃণমূলকে চিঠি দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং।
advertisement

Giriraj Singh's letter

শুক্রবারই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তৃণমূলের তরফে দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছেন।তৃণমূল নেতৃত্বকে বিভ্রান্ত করছেন গিরিরাজ সিং। ক্ষোভ উগরে দিয়ে এমন অভিযোগ তুলেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে এর আগে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রকের কাছে প্রায় ৭ হাজার কোটি টাকা পাওনা রাজ্যের। গত প্রায় আড়াই বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাছে বেনিয়মের অভিযোগ তুলে এই টাকা আটকে রেখেছে কেন্দ্র। চলতি মাসের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা কৃষি ভবন অভিযান করেন। কিন্তু গিরিরাজ সিং  তাঁদের সঙ্গে দেখা করেননি। জানানো হয়েছিল, ১৩ এপ্রিলের পর দিল্লিতে ফিরবেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বিহারে গিয়েছেন জেনেই ফিরে গিয়েছিলেন তৃণমূল সাংসদরা। তিনি ফিরলে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে তার একদিন পরেই সাংসদে গিরিরাজ সিংকে দিল্লিতেই দেখা গিয়েছে বলে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস৷ ইচ্ছা করেই দেখা না করার অভিযোগ তুলেছিল তৃণমূল। এরই মধ্যে সুদীপ বন্দোপাধ্যায়কে গিরিরাজ সিংয়ের চিঠির ভাষা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Giriraj Singh: গিরিরাজের চিঠির বয়ান নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল