আরও পড়ুন: ময়নাগুড়িতে মাধ্যমিকের প্রশ্নফাঁস, প্রধান শিক্ষক-সহ ৪ জন দোষী সাব্যস্ত
বয়স ১৫ দিন তো কী? দিব্যি মায়ের সঙ্গে হেসেখেলে বেড়াচ্ছে মুনিয়া। আলিপুর চিড়িয়াখানার নতুন অতিথি। ২৩শে মে জন্ম এই জিরাফ শাবকের। মা তৃণার চতুর্থ সন্তান। লক্ষ্মী, বুবলি, বিথির পর মুনিয়া। এই মেয়েকে ঘিরেই এখন দিব্যি সময় কাটছে মায়ের।
advertisement
আরও পড়ুন: বিজেপি করার 'অপরাধে' মারধর, আহত ১ মহিলা সহ ৪
চিড়িয়াখানার কর্মীরাই আদর করে নাম রেখেছে মুনিয়া। জন্মের পর থেকে তাঁদের পর্যবেক্ষণেই ছিল খুদে শাবক। বৃহস্পতিবার তাকে প্রথমবার দর্শকদের সামনে আনা হল।
বাইরের জগতে বেরিয়ে অবাক মুনিয়া। অবাক চোখে দুনিয়া দেখতে ব্যস্ত। টলমল পায়। কখনও পিছলে যাচ্ছে। তবু মায়ের সঙ্গ ছাড়ছে না এক মূহূর্ত। মাও এক মূহূর্ত নজরছাড়া করছে না মেয়েকে।
আরও পড়ুন: গাড়ির বনেটের উপরেই ভাজা হয়ে যাচ্ছে মাছ !
মুনিয়াকে দেখে বেজায় খুশি কচিকাচারা। মুনিয়ার খাওয়াদাওয়া, চিকিৎসার উপর এখন সবচেয়ে বেশি নজর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। মুনিয়াকে নিয়ে চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা দাঁড়াল দশ।