বিজেপি করার 'অপরাধে' মারধর, আহত ১ মহিলা সহ ৪
Last Updated:
বিজেপি করার 'অপরাধে' মারধর, আহত ১ মহিলা সহ ৪
#বারুইপুর: রক্তের সম্পর্কের মধ্যেও রাজনীতির বিষ। বিজেপি করার অপরাধে নিজের ভাইয়ের পরিবারকেই নিগ্রহ করার অভিযোগ উঠল আরেক ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার নবগ্রাম অঞ্চলের শালেপুর গ্রামে। তৃণমূলের নইম আলি মোল্লার বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ এনেছেন তাঁরই ভাই গেরুয়া শিবিরের নূর আলি মোল্লা। বেধড়ক মারধরে আহত নূর, নূরের স্ত্রী সহ তার পরিবারের চার জন।
গ্রামে পাশাপাশি বাড়িতেই থাকেন পেশায় দর্জি নূর আলি মোল্লা ও নইম আলি মোল্লা। একই মায়ের পেটের সন্তান হলেও দুই ভাইয়ের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। বিজেপি পার্টিতে যোগ দিয়েছেন নূর আলি অন্যদিকে তৃণমূলের হয়ে কাজ করেন নইম আলি। সেই থেকেই সম্পর্কের অবনতি । বুধবার সকালে কলার কাঁদি কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়। বচসা থেকে যা গড়ায় মারামারিতে।
advertisement
আরও পড়ুন
advertisement
অভিযোগ, পরে রাত হতেই নইম শ'দুয়েক তৃণমূলের লোকজন নিয়ে হামলা করে নূরের বাড়িতে। বাঁশ রড দিয়ে চলে বেধড়ক মারধর ও ভাঙচুর। নূর ছাড়াও আক্রমণ করা হয় নূরের পরিবারের বাকি সদস্যদের। বাদ যাননি নূরের স্ত্রী আরজানা বিবিও। দুষ্কৃতিরা তাঁর গায়েও হাত তোলে বলে অভিযোগ। বাঁশ, রড দিয়ে পেটানোর সঙ্গে সঙ্গে তাঁর কান ছিঁড়ে সোনার দুল জোড়াও ছিনিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা, অভিযোগ করেছেন নূর। তাঁর বক্তব্য, এতদিন তিনি বিজেপি করেন বলে হুমকি দিত তাঁর ভাই ও বাকি তৃণমূল সদস্যরা। গতকাল সুযোগ পেয়ে নূরের বাড়িতে হামলা চালিয়েছে তারা। ঘটনায় প্রবল আতঙ্কে বিজেপির সমর্থক পরিবারটি। তারা নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে বারুইপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন।
view commentsLocation :
First Published :
June 07, 2018 2:45 PM IST