অভিযোগ, গত এক মাসে গড়িয়া স্টেশন এলাকায় প্রায় চল্লিশটি বাই সাইকেল চুরি হয়েছে।এমনকি এক দিনে তিনটির বেশি সাইকেল চুরি হয়েছে।এর মধ্যে সন্ধ্যাবেলায় গলা থেকে হার ছিনতাইয়ের মত ঘটনাও রয়েছে।এখন মোবাইল চুরি খুব সাধারণ বিষয় হয়ে গিয়েছে।যদিও বেশির ভাগ ক্ষেত্রে থানায় কোন অভিযোগ জমা হয়নি। অভিযোগ, ২৯ জানুয়ারি দুপুরবেলা উজ্জ্বল সরকার তার সাইকেলটি সীতানাথ স্কুলের পাশে রেখে দিয়ে,একটি কোচিং সেন্টারে ঢোকেন।পাঁচ মিনিট বাদে বেরিয়ে দেখেন তার সাইকেল নেই।
advertisement
আরও পড়ুন : এ বার মুর্শিদাবাদের পতাকা বিড়ির কারখানায় অভিযান আয়কর দফতরের আধিকারিকদের
পরে পাশের একটি ল্যাবরেটরির সিসিটিভির ফুটেজে দেখতে পান ,এক যুবক সাইকেলটি নিয়ে চলে যাচ্ছে।- তার আগে থেকেই ওই এলাকা থেকে বেশ কয়েকটি সাইকেল চুরি গেছে। সন্ধ্যাবেলা হলেই ছিনতাই বাড়ছে।দুষ্কৃতীদের উপদ্রবে অতিষ্ঠ এলাকার মানুষ জন। উজ্জ্বল সরকার নরেন্দ্রপুর থানায় গিয়ে অভিযোগ জানালেও, কোন লাভ হয়নি। অন্যান্য যাদের সাইকেল চুরি গিয়েছে, তাদের বক্তব্য ,থানা নাকি তাদের জানিয়েছে,সাইকেল চুরির কোনো অভিযোগ হয় না।
আরও পড়ুন : মাঝ রাস্তায় চূড়ান্ত উত্তেজনা, টোটোচালক মেকানিকের মারামারির ভিডিও ভাইরাল
তার উপর থানায় জানিয়ে কোনও লাভ হয় না বলেই দাবি স্থানীয়দের।তাই বেশির ভাগ ক্ষেত্রে কোনো অভিযোগ জানতে চাইছে না কেউ। ৭ ফেব্রুয়ারি, গড়িয়া স্টেশন সংলগ্ন ৪৫ নম্বর বাস স্ট্যান্ডের কাছ থেকে মোট তিনটে সাইকেল চুরি যায়।সেই নিয়ে সবাই বেশ সন্ত্রস্ত হয়ে ছিল।ছোট বটতলা এলাকা থেকে আবার একটি সাইকেল চুরি করার সময় ,চোরকে হাতেনাতে ধরে ফেলে। সকলের সন্দেহ হয়,ওই অভিযুক্ত বিকাশ সিংয়ের ওপর। যদিও তার কথায় বোঝা যাচ্ছিল এই চক্রের সঙ্গে আরও কেউ রয়েছে। তবে এখনও পুলিশ বিকাশকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু এগোতে পারেনি বলেই খবর।
