বিশেষজ্ঞদের মতে, বিওডি বেশি থাকার অর্থ সেই জলে বেশি মাত্রায় পচনশীল ও জৈব বস্তু মিশে রয়েছে। যে জলের বিওডি যত বেশি, সেই জল তত বেশি দূষিত। এদিকে, পরিবেশ মন্ত্রকের নিয়ম অনুযায়ী, মেট্রো শহরগুলিতে বিওডি ২০ এবং নন-মেট্রো এলাকায় ৩০-এর নীচে থাকা বাধ্যতামূলক। কিন্তু উত্তরাখণ্ডে ৫০টি এসটিপির মধ্যে ১৭টি এই মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে। উত্তরপ্রদেশে ৩৬টির মধ্যে এমন এসটিপির সংখ্যা সাত। বিহারে ১০টির মধ্যে একটি এসটিপি ব্যর্থ। পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৪টি এসটিপি-র মধ্যে সব ক’টিই পরিবেশ মন্ত্রকের মানদণ্ড বজায় রাখতে পেরেছে। অর্থাৎ, নিয়ম অনুযায়ী পরিশোধনের পরেই তরল বর্জ্য মিশছে গঙ্গায়।
advertisement
গঙ্গা নদী দূষণের প্রধান কারণ হল অপরিশোধিত পয়ঃনিষ্কাশন এবং শিল্প বর্জ্য নদীতে ফেলা। এছাড়া, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি, কৃষি থেকে নির্গত রাসায়নিক সার ও কীটনাশক, এবং নদীতে মৃতদেহ বা অন্যান্য জৈব পদার্থ ফেলার কারণেও গঙ্গা দূষিত হচ্ছে। বিভিন্ন শিল্প কারখানা, যেমন – টেক্সটাইল মিল, চামড়ার কারখানা, চিনি কল থেকে নির্গত রাসায়নিক বর্জ্য গঙ্গায় মিশে নদীকে দূষিত করে।