কথায় আছে গঙ্গা জলে গঙ্গা পুজো! গঙ্গা পুজো হোক বা হিন্দু ধর্মের যে কোনও পুজো অর্চনা, গঙ্গা জল ছাড়া কখনওই সম্পূর্ণ হয় না৷ এর মধ্যে গঙ্গোত্রী, হৃষীকেশ এবং হরিদ্বার কিংবা গঙ্গাসাগরের জল আরও পবিত্র হিসাবে বিবেচিত হয়৷ কিন্তু, সকলের কি সৌভাগ্য হয় এই সমস্ত পুণ্যস্থানে পৌঁছনো এবং সেখান থেকে পবিত্র গঙ্গার জল সংগ্রহ করে আনা!
advertisement
এই কথা মাথায় রেখে আগেই গঙ্গোত্রী, হরিদ্বার এবং হৃষীকেশের জল বোতল বন্দি করে রাখা শুরু করেছিল পোস্ট অফিস। পোস্ট অফিসে নির্দিষ্ট মূল্য ধরে দিলেই মিলত সেই গঙ্গাজল৷ তবে, এরাজ্যের দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের জল পাওয়া যেত না।
অথচ, গঙ্গাসাগরের জলের চাহিদাও বাড়ছিল। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার ইন্ডিয়া পোস্ট-এর নতুন উদ্যোগ৷ এবার পোস্ট অফিসে পাওয়া যাবে গঙ্গা সাগরের গঙ্গাজলও।
আজ সোমবার থেকে কলকাতার ১০ টি পোস্ট অফিসে পাওয়া যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল। মূল্য ৩০ টাকায় ২৫০ মিলি লিটার৷ আগামী এক সপ্তাহের মধ্যেই গঙ্গাসাগরের এই গঙ্গাজল পাওয়া যাবে রাজ্যের প্রায় এক হাজারটির বেশি পোস্ট অফিসে। এছাড়াও, ইন্ডিয়া পোস্ট এর ওয়েবসাইট থেকে এক ক্লিকে ই-অর্ডার করা যাবে গঙ্গাসাগরের গঙ্গা জলের।
অনলাইনের ক্ষেত্রে ৩০ টাকার সঙ্গে শুধুমাত্র শিপিং চার্জটুকু দিলেই বাড়িতে পৌঁছে যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল। ইন্ডিয়া পোস্টের তরফে পোস্টমাস্টার জেনারেল অনিল কুমার বলেন, “গত আর্থিক বছরে প্রায় ৪ লক্ষ বোতলের গঙ্গোত্রী, হৃষীকেশ এবং হরিদ্বারের এর গঙ্গাজল বিক্রি হয়েছে। ১৬ লক্ষ থেকে ১৭ লক্ষ টাকার লাভ হয়েছে পোস্ট অফিসের। আগের দাম অর্থাৎ বোতল প্রতি ৩০ টাকায় ২৫০ এম এল হিসেবে আগামী দিনে গঙ্গা সাগরের জলও একই ভাবে বিক্রি হবে বলে আশা করছি।”
ওঙ্কার সরকার