TRENDING:

 বিনামূল্যে গলব্লাডার অপারেশন! শহর কলকাতায় চিকিৎসকদের অভিনব উদ্যোগ

Last Updated:

এবার সরকারি হাসপাতালে অভিনব পরিকল্পনা। জুলাই মাসের দুদিন চলবে অস্ত্রোপচার। গলব্লাডারের সমস্যায় যারা ভুগছেন তাঁদের বিনামূল্যে হবে অস্ত্রোপচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চিকিৎসা থেকে অস্ত্রোপচার বিনামূল্যে! সরকারি হাসপাতালে তাই প্রতিদিনই লক্ষ্য করা যায় এক লম্বা লাইন। অস্ত্রোপচারের দিন ভিড় আরও বেশী থাকে । কিন্তু সবাইকে সময় দেওয়া কঠিন হয়েছে। তবে এবার সরকারি হাসপাতালে অভিনব পরিকল্পনা। জুলাই মাসের দুদিন চলবে অস্ত্রোপচার। গলব্লাডারের সমস্যায় যারা ভুগছেন তাঁদের বিনামূল্যে হবে অস্ত্রোপচার। সরকারি হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করতে বাংলার সেরা সার্জনদের এক জোট হওয়ার ঘটনা এই প্রথম। ১১ ও ১২ জুলাই যে কোনও রোগী এসেই করাতে পারবেন এই অস্ত্রোপচার। তবে তারজন্য নাম নথিভুক্ত করতে আগে থেকে।
advertisement

এম আর বাঙুর হাসপাতালের অভিনব এই প্রচেষ্টার সঙ্গে যৌথভাবে রয়েছে, অ্যাসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জনস অফ ইন্ডিয়া (ইস্ট জোন চ্যাপ্টার) এবং ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টার অফ অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া। রাজ্যের সরকারি ও বেসরকারি চিকিৎসকরা মিলিত হয়ে এই অস্ত্রোপচার কর্মসূচি নেওয়ার হয়েছে।

আরও পড়ুন: কলকাতা ময়দানে রাশি রাশি আখরোট! যেন মেলা, কোথা থেকে এল এত আখরোট? জানলে অবাক হবেন

advertisement

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান,” বর্তমানে গলব্লাডারের পাথরের সমস্যা সবথেকে বেশি আমারা দেখি। বর্তমানে জেলায় মাইক্রো সার্জারি করা হলেও এম আর বাঙুর হাসপাতালে এই অস্ত্রোপচারের জন্য উন্নত মানের ব্যবস্থা রয়েছে। তাই চাপ এত বেশি হয় যে বহু মানুষ অস্ত্রোপচার দিন না পেয়ে অপেক্ষায় থাকেন। তাই এই সমস্যা দূর করতে আমরা এধরণের একটি পরিকল্পনা নিয়েছি।”

advertisement

আরও পড়ুন: ১০ বছরে সর্বাধিক নতুন প্রজাতির প্রাণীর খোঁজ দিল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া! ৫০ প্রজাতিই এই বাংলার

বর্তমানে গলব্লাডারে পাথরের অস্ত্রোপচার করতে ব্যবহার হয় ল্যাপারোস্কপিক সার্জারি। অতএব, নাভির পাশে ফুটো করে ছোটো একটি ক্যামেরাকে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। এরপর তিনটে ছোট ফুটো করে পেটের মধ্যে প্রবেশ করানো হয় সার্জিক্যাল সরঞ্জাম। কিছুক্ষণের মধ্যে গলব্লাডারকে লিভার থেকে ছিন্ন করে, পিত্তনালী ও রক্তনালীর সংযোগ কেটে দেওয়ার পর নাভির ফুটো দিয়ে এটাকে বের করে আনেন দক্ষ চিকিৎসক।

advertisement

এই পদ্ধতিতেই অপারেশন করবেন চিকিৎসকরা। যাঁরা অস্ত্রোপচার করাতে ইচ্ছুক তাঁদের অবশ্যই এম আর বাঙুর হাসপাতালে ওপিডিতে এসে নিজের নাম নথিভুক্ত করতে হবে। জুলাই মাসেই আজ অতএব ৪ থেকে ৮ তারিখ এই নথিভুক্ত নাম নথিভুক্ত করা যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওঙ্কার সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/
 বিনামূল্যে গলব্লাডার অপারেশন! শহর কলকাতায় চিকিৎসকদের অভিনব উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল