সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত সুনীল সাউ নামে ওই ব্যক্তি মোটেই চিকিত্সক নন। অভিযুক্ত আসল চিকিৎসক সুনীল কুমার সাউয়ের রেজিস্ট্রেশন, লাইসেন্স নম্বর সব জাল করে। হালিশহরের সুনীল সাউ নিজে লেটারহেড তৈরি করেন বলে অভিযোগ। সেইসঙ্গে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মধ্যমগ্রাম পুরসভায় মেডিক্যাল অফিসার হিসেবে কাজে যোগ দেন।
advertisement
তবে, ফন্দি শেষমেষ বিফল। বর্তমানে পুলিশের জালে ভুয়ো চিকিত্সক সুনীল সাউ। প্রসঙ্গত, ভুয়ো চিকিত্সকের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে ভুয়ো চিকিত্সক। গোটা দেশ জুড়েই খবর মেলে ভুয়ো চিকিত্সকদের। কিছুদিন আগেই গুজরাতে একটি ধরা পড়ে মেডিক্যাল সিন্ডিকেট। ঘটনায় ১৪ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 11:31 PM IST