পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা গ্রাহককে ওই ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার তারক ভৌমিক অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন৷
মিউচ্যুয়াল ফান্ডের পরিবর্তে রিলেশনশিপ ম্যানেজার গ্রাহকের ১ কোটি টাকা দফায় দফায় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় বলেই অভিযোগ৷
আরও পড়ুন: বিরাট সাফল্য পেল কলকাতা পুলিশ! বাড়িতেই তৈরি হচ্ছিল দেশি বন্দুক…মিলল হদিস
advertisement
প্রতারিত হওয়ার বিষয় বুঝতে পারার পরেই গ্রাহক শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীকালে তদন্তভার নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷
গত বুধবার ঢাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বেসরকারি ব্যাঙ্কের ওই রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেফতার করে গোয়েন্দারা৷
আরও পড়ুন: লজ্জা নেই পাকিস্তানের! সবার সামনেই স্বীকার করল ষড়যন্ত্র…তার আগেই ব্রহ্মসের খেলা
পুলিশ সূত্রে খবর, এই প্রতারণার পরেই পুরোনো চাকরি ছেড়ে অপর একটি বেসরকারি ব্যাঙ্কে কাজে যোগ দিয়েছিলেন অভিযুক্ত তারক ভৌমিক৷