TRENDING:

Fraud Call: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফোন, দাবি ৫ লক্ষ টাকা! অবশেষে ধৃত ৩

Last Updated:

Fraud Call: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ। ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশের জালে ৩ যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ। ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশের জালে ৩ যুবক। হুগলি থেকে গ্রেফতার করা হয় তাঁদের। কালনা পুরসভার চেয়ারম্যানের দাবি, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান। তাঁকে ফোনের অপর থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফোন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফোন
advertisement

আরও পড়ুনঃ বিরাট খবর! দমকল বিভাগে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার! রইল তালিকা

বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যেকোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন। ফোন পেয়ে সন্দেহ হয় কালনা পুরসভার চেয়ারম্যানের।

advertisement

তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে লোকেশন ট্র্যাক করে। দেখা যায় হুগলি থেকে ফোন এসেছিল। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে তিন যুবককে গ্রেফতার করে। ধৃতেরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে-এর আগে ভুয়ো ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে আগে গ্রেফতারও হয় সে। জামিনে মুক্তি পাওয়ার পর কালনা পুরসভার চেয়ারম্যানকে টার্গেট করে। যদিও টাকা হাতানোর আগে পর্দাফাঁস হয়।

advertisement

আরও পড়ুনঃ একসঙ্গে তিন বড় ঘোষণা মমতার, জানিয়ে দিলেন নতুন বছরে নিজের প্ল্যানও! বিরাট চমক

কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ছবি ব্যবহার করে এখানে উল্লেখ করা নাম্বার দিয়ে Whatsapp খোলা হয়েছিল তাঁর একটা স্ক্রিনশট দেওয়া হল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fraud Call: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফোন, দাবি ৫ লক্ষ টাকা! অবশেষে ধৃত ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল