TRENDING:

প্রয়াত রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়

Last Updated:

রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা তথা তৃণমূল কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা তথা তৃণমূল কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের ৷ ২০০১-২০০৬ সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন তিনি ৷ টালিগঞ্জ বিধানসভা থেকে ৩ বার নির্বাচিত হলেছিলেন তিনি ৷ আজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছে তিনি ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে তাঁর ৷
advertisement

তবে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিভ্রান্তি দেখা দিয়েছিল প্রথমে ৷ তবে এখনও বিভ্রান্তি তাঁর ডেথ সার্টিফিকেট ঘিরেও ৷ এখনও ডেথ সার্টিফিকেট দেয়নি কলকাতার এক বেসরকারি হাসপাতাল ৷ আপাতত সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজবাবুর মৃতদেহ থাকবে পিস হাভেনে ৷ প্রথমে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে পঙ্কজবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার বেসরকারি হাসপাতালে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল সব, ক্ষত সারিয়ে পর্যটকদের জন্য রেডি মাদারিহাট
আরও দেখুন

সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করলেও বাড়িতে ফেরার পরে বাড়ির চিকিৎসক হৃদস্পন্দন পেয়েছিলেন ৷ তারপরেই আরও এক বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ সেখান থেকে শববাহী গাড়িতে করে পিস হাভেনে নিয়ে আসা হয়েছে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতার মরদেহ ৷ আত্মীয় স্বজনের আসার অপেক্ষায় আপাতত পিস হাভেনে শায়িত পঙ্কজবাবুর মৃতদেহ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রয়াত রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়