পেট্রোল ডিজেল সহ জ্বালানির দাম বাড়ায় এমনিতেই বেড়ে চলেছে জিনিসের দাম। এর উপর রান্নার গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এমন অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসইউসির পক্ষ থেকে। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নবেন্দু পাল বলেন, "কেন্দ্রের মোদী সরকার বারবার রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে। রান্নার গ্যাসের দাম ১০২৬ টাকায় পৌঁছল। পেট্রোল ডিজেলের দাম অগ্নিমূল্য। সব জিনিসেরই দাম বাড়ছে। মানুষের জীবন জেরবার হয়ে যাচ্ছে। তারপর যদি ৫০ টাকা গ্যাসের দাম বাড়ে তাহলে মানুষ কোথায় দাঁড়াবে। মানুষ দিশেহারা হয়ে দাঁড়াচ্ছে। কাজ নেই বেকারত্ব চূড়ান্ত জায়গায় গেছে। মানুষের ক্রয় ক্ষমতা দিনের পর দিন কমছে। মানুষকে কোনও কাজ দিতে পারছে না। ছাঁটাই হচ্ছে। বিলগ্নিকরণ হচ্ছে। শ্রমজীবী মানুষ নিষ্পেষিত অবস্থায় রয়েছে। সেই সময় ৫০ টাকা বাড়ানো মরার উপর খাঁড়ার ঘায়ের মতো হলো। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি আজকে। গোটা দেশে নেমেছি, রাজ্যে নেমেছি সেইরকম কলকাতাতেও নেমেছি। আমরা গ্যাসের দাম প্রত্যাহার করতে বলছি। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।"
advertisement
আরও পড়ুন: কোথায় হচ্ছে ঘূর্ণিঝড় অশনি-র ল্যান্ডফল? ক্ষতবিক্ষত হবে বাংলাও? হাওয়া অফিসের বড় খবর!
এরই পাশাপাশি সিপিএমের তরফ থেকেও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পেট্রোপণ্যের দাম আকাশচুম্বী হচ্ছে। এটা ভয়াবহ। সব জিনিসের দাম বাড়বে। মধ্যবিত্তের পকেট ফাঁকা হবে। মোদী সরকার আসার পর রান্নার গ্যাসের দাম আড়াইগুন বেড়েছে। হাজার প্লাস। পেট্রোল ডিজেল দ্বিগুনের বেশি হয়েছে। কেরসিনের দাম পাঁচ গুন বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বরং ২০ শতাংশ দাম কমেছে। কতো লাভ চায়? কতো ট্যাক্স? দিল্লির সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাঁদের বেঁচে থাকার অধিকারকে বিপজ্জনক করে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। এটা কখনোই চলতে পারে না। বিজেপি নেতারা মানুষের কাছে উত্তর দিন। আচ্ছে দিন মানে কি এটা?"