TRENDING:

নজরে সংখ্যালঘু ভোট, আজ ইমাম সংগঠনের সভা 

Last Updated:

সাগরদিঘির রেশ মেটাতে চায় শাসক দল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা নির্বাচনের আগে ইমাম মুয়াজ্জিন সমাবেশ ঘিরে আলোচনা তুঙ্গে । রাজ্যের ছোট বড় ইমাম সংগঠনগুলিকে একত্রিত করে আয়োজন করা হচ্ছে এই সম্মেলনের। আনুষ্ঠানিক ভাবে এই সমাবেশের আয়োজক অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তবে এই অনুষ্ঠানকে সফল করতে ফিরহাদ হাকিম, জাভেদ খান, খলিলুর রহমান, সিদ্দিকুলা চৌধুরীরা কার্যত কোমর বেঁধে নেমেছেন।
নজরে সংখ্যালঘু ভোট, আজ ইমাম সংগঠনের সভা 
নজরে সংখ্যালঘু ভোট, আজ ইমাম সংগঠনের সভা 
advertisement

আজকের এই সমাবেশে আমন্ত্রিত মূল অতিথি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের অভিযোগ ইমাম মুয়াজ্জিনদের এই সমাবেশ আসলে শাসক দলের পৃষ্ঠপোষকতায় সংগঠিত হচ্ছে। তা নিয়েই গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। ক্ষমতায় আসার পর ইমাম ভাতা ঘোষণা করেছিল বর্তমান রাজ্য সরকার। যা নিয়ে বিরোধীদের তরফে তীব্র সমালোচনা করা হয়েছিল। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এই রাজ্যে ৷ তার আগে এই ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সমাবেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ।

advertisement

আরও পড়ুন-রাশিফল ২১ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন

ইতিমধ্যেই আয়োজকদের পক্ষ থেকে মণিপুর, উত্তর প্রদেশ ও হরিয়ানায় সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব হয়েছেন তারা । আবার হরিয়ানায় গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ২০১১ সালে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে অনেকে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের উপর তৃণমূল কংগ্রেসের আধিপত্য বিস্তারের কথা তুলে ধরেন । সম্প্রতি সাগরদিঘির নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে তৃণমূলের পরাজয় নিঃসন্দেহে ছিল তাৎপর্যপূর্ণ । ওই ঘটনার পর বহু জায়গায় ছোট ছোট আকারে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটে মুর্শিদাবাদ ও মালদহ জেলায়।

advertisement

আরও পড়ুন- এক দিনের বেতনই ৭৩ লক্ষ টাকা! আইআইটি-র এই প্রাক্তনী এখন মার্কিন বহুজাতিক সংস্থার মাথায় বসে রয়েছেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

রাজ্যে সক্রিয় আইএসএফ। ভাঙড়, দেগঙ্গা-সহ একাধিক জায়গায়। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ও রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে গোলমালের ঘটনা ঘটেছে । সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে যে বিজেপির অর্থানুকুল্যে কোনও কোনও সংগঠন সক্রিয়, একথা নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে শাসক- বিরোধী সব মহলেই চর্চা তুঙ্গে । বিজেপি যেমন এই ভোট ব্যাঙ্কে ভাঙ্গন ধরাতে চাইছে ৷ আবার বাম-কংগ্রেস-আইএসএফ জোট চাইছে এই ভোট। এই অবস্থায় আজকের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে সংখ্যালঘু ভোট, আজ ইমাম সংগঠনের সভা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল