বিমানে জ্বালানি ভরার আগের মুহূর্তে এক মহিলা যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সময় নষ্ট না করে কেবিন ক্রু সঙ্গে সঙ্গে পাইলটকে জানান। পাইলট কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এবং জরুরি অবতরণের অনুমতি চায়। বিমান ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা হয়।
আরও পড়ুন: CBSE না ICSE? দুই বোর্ডের মধ্যে কোনটি সেরা? মূল পার্থক্য কোথায়? জেনে রাখুন
advertisement
তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং চিকিৎসকেরা জানায় তাঁর মৃত্যু হয়েছে। বিমানটি গতকাল রাতে কলকাতায় অবতরণ করে, তার পরবর্তী ক্ষেত্রে ৩৩১ জন যাত্রী নিয়ে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে আচমকা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ‘পঞ্চায়েত’-এর অভিনেতারা এপিসোড প্রতি কত টাকা পারিশ্রমিক পান জানেন? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরবে!
বিমানটি কলকাতা বিমানবন্দরের অবতরণ করতেই, রাত ৮টা নাগাদ তড়িঘড়ি চিকিৎসকরা মহিলা যাত্রীকে অ্যাম্বুল্যান্সে করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম রাজবীর কৌর ভিন্দর (৫৪)। তিনি পঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা।
(রিপোর্টার– অনুপ চক্রবর্তী)
