যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে ওই পাঁচ শিক্ষিকা বিষ খেয়েছিলেন, সেই সরকারের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে কেন সাক্ষাৎ? ওই শিক্ষিকারা জানিয়েছে, নিজেদের অসুবিধার কথা বলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তাঁরা। অভিষেকের সঙ্গে দেখা না হলেও তাঁর নির্দেশে পুলিশের তরফে যে ব্যবহার তাঁরা পেলেন, তাতে তাঁরা আপ্লুত বলেই জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় সোমবার ভবানী ভবনে তলব শুভেন্দু অধিকারীকে
প্রসঙ্গত, ওই পাঁচ শিক্ষিকাই ঐক্য মঞ্চের সদস্যা। শিক্ষকদের এই সংগঠনটি অনেকদিন ধরেই শিক্ষকদের বদলির প্রতিবাদে আন্দোলন করে চলেছেন। এর আগেও নবান্নের সামনে প্রতিবাদ করেছিলেন তাঁরা। এমনকী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও তাঁদের প্রতিবাদ চোখে পড়েছিল। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ ছিল, আন্দোলন করার শাস্তি হিসেবেই এই বদলি করে দেওয়া হয়েছে তাঁদের। এই অভিযোগকে কেন্দ্র করেই বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে গিয়ে বিষ খান ওই পাঁচ শিক্ষিকা। কিন্তু এদিন ওই পাঁচ শিক্ষিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে যে সম্মান পেলেন, তাতে তাঁরা মুগ্ধ হয়ে গিয়েছেন।