TRENDING:

Firhad Hakim Takes Oath as Mayor: 'কলকাতাকে বিশ্ব সেরা শহর করাই লক্ষ্য', মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ

Last Updated:

এ দিন পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক কুনাল সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ বহু বিশিষ্ট জন (Firhad Hakim Takes Oath as Mayor)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দ্বিতীয় বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ কলকাতা পুরসভা ভবনের লনের উন্মুক্ত মঞ্চেই শপথ নেন তিনি৷ কলকাতার ৩৯ তম মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ৷ শপথ নেওয়ার পর মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করান মেয়র৷ শপথ নিয়েছেন চেয়ারপার্সন মালা রায়ও৷
শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম৷
শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম৷
advertisement

মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম (Firhad Hakim Takes Oath as Mayor) বলেন, 'বক্তৃতা দেওয়ার সময় নয়৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ডকে মনোনীত করেছেন৷ টিম হিসেবে আমাদের একটাই শপথ থাকবে, মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্ব সেরা শহর হিসেবে গড়ে তোলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা, তা যাতে পূরণ হয়৷ মানুষ যাতে বলে যে তৃণমূল কংগ্রেসের এই বোর্ডই সর্বকালের সেরা৷'

advertisement

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে বো-ব্যারাক, বড়দিনের উৎসবে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর  

কাউন্সিলরদের উদ্দেশে মেয়রের পরামর্শ, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কেউ প্রশাসনিক বড় পদে নেই৷ আমরা সবাই সেবক৷ প্রধান সেবকের নাম হল ফিরহাদ হাকিম৷ সবাই মিলে কলকাতার মানুষের সেবা করব৷ ভাল কাউন্সিলর হওয়ার একটাই শর্ত, যখন ডাকি তখন পাই৷ এটাই সবার কাছে আমার করজোড়ে প্রার্থনা, মানুষ যেন প্রয়োজনে সবসময় আমাদের পাশে পায়৷ সবাই নিজের ওয়ার্ডের দিকে নজর রাখলে এমনিতেই কলকাতা সেরা শহর হয়ে উঠবে৷'

advertisement

আরও পড়ুন: হাওড়াকে বাদ দিয়ে কেন চার পুরনিগমে ভোট, জরুরি শুনানির আবেদন হাইকোর্টে

এ দিন পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক কুনাল সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ বহু বিশিষ্ট জন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেয়র হিসেবে শপথ নেওয়ার আগেই ফিরহাদ হাকিমের কাছে কলকাতার জন্য জোড়া আব্দার রেখেছেন তাঁর মেয়ে সাবা হাকিম৷ একজন নাগরিক হিসেবে নবনির্বাচিত মেয়রের কাছে সাবার আবেদন, 'কলকাতার বেশ কিছু জায়গায় এখনও বর্ষায় জল জমে৷ সেই সমস্যা থেকে যেন কলকাতা মুক্ত হয়৷ আর কলকাতাকে আরও সবুজ করে তোলা হোক৷ আরও বেশি করে যেন গাছ লাগানো হয়, যাতে গাড়ির হর্নের থেকে বেশি পাখির ডাক শোনা যায়৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim Takes Oath as Mayor: 'কলকাতাকে বিশ্ব সেরা শহর করাই লক্ষ্য', মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল