সিবিআই সূত্রে খবর, নথি উদ্ধারের কারণেই এই পুরসভা গুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিন কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে ১০০ জন সিবিআই অফিসারের ১৬টি দল তল্লাশি অভিযানে যান। পুরসভা গুলির আধিকারিক সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা।
আরও পড়ুন: শুধু পুরসভাতেই নয়, এমন এক জায়গায় হানা দিল সিবিআই! বদলে যেতে পারে ‘সব’ কিছু
advertisement
হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর এবং দক্ষিণ দমদম পুরসভায় হানা দিয়েছেন সিবিআই। পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া অয়ন শীলের হুগলির ফ্ল্যাটেও গিয়েছে সিবিআইয়ের একটি দল। সিবিআইয়ের একটি দল সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার জগুদাসপাড়ায় অয়নের ফ্ল্যাটে ঢোকে।
আরও পড়ুন: বাজারে মাছের দাম আকাশছোঁয়া, খুচরো বাজারে কবে কমবে মাছের দর? জানুন
এরপরই সিবিআই হানা প্রসঙ্গে মুখ খোলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, ”পুরোটাই রাজনীতি চলছে।” পুরসভায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি। তাঁর সংযোজন, ”জানি না কী উদ্দেশ্য, কী ব্যাপার। ত্রাস তৈরির চেষ্টা চলছে। পুলিশ শেষ কথা বলবে নাকি মানুষ শেষ কথা বলবে। এটাই এখন আসল সমস্যা। আমরা যদি অন্যায় না করে থাকি তাহলে কে শাস্তি দেবে আমাদের! শিক্ষায় যেমন হয়েছে, সবাই অন্যায় করেছে, সবাই টাকা নিয়েছে ব্যাপারটা তো এমন নয়। যে দোষ করেছে সে শাস্তি পাবে। চুঁচুড়া পুরসভায় নিয়োগে অনিয়ম দেখেছিলাম। সেটা বাতিল করেছি। কোন পুরসভায় কী হয়েছে সেটা তো মন্ত্রীর জানার কথা নয়।”
