এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট আধার কার্ড নেওয়ার কথা বললেও তা গ্রহণ করা হচ্ছে না৷ প্রাক্তন বিদেশ সচিবকেও শুনানিতে ডাকা হয়েছে৷ অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে৷ আদালতে মামলা চলছে৷ আদালত সিদ্ধান্ত নেবে৷ আমরা মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকব৷ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে৷’
এসআইআর হয়রানির অভিযোগকে কেন্দ্র করে বেলডাঙায় যে অশান্তি ছড়িয়েছে, তার পিছনেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএলও-রা চাপে পাগল হয়ে যাচ্ছে৷ কী সাংঘাতিক পরিস্থিতি৷ বিজেপি-র প্ল্যান এটা৷ ভোটে পারবে না তাই ঘোঁট পাকাচ্ছে৷’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অন্য রাজ্যে সব নথি গ্রহণ করা হচ্ছে৷ বাংলায় করা হচ্ছে না৷ চেয়ারের নিরপেক্ষতা রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে৷’
