ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে (Bhabanipur By Election) তিনটি ওয়ার্ডের দায়িত্ব নিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত ২৫ দিন ধরে লাগাতার প্রচার (CM Mamata Banerjee) করেছেন তিনি। এবার শুধু ব্যস্ত দুর্যোগ মোকবিলার ব্যবস্থা করতে ও একই সাথে পুজোর প্রস্তুতি দেখতে।
ভোট প্রচারে ব্যস্ত থাকা ফিরহাদ হাকিম (Firhad Hakim) তাহলে দিন কাটালেন কি করে? "আজ একটু বেলায় ঘুম থেকে উঠেছি। আজ বাড়ির কিছু কাজ করেছি। তারপর সময় নিয়ে ব্রেকফাস্ট। বাড়ির লোকের সাথে আড্ডা, গল্প -গুজব করে কাটছে সময়। কাল সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। আমার অক্সিজেন, আমার রিল্যাক্স আমার নাতনি। তাকে নিয়ে একটু খেললাম, সময় কাটালাম।"
advertisement
আরও পড়ুন: রাতভর শহরের বুকে নাকা তল্লাশি, উপ নির্বাচনের আগে পুলিশি তৎপরতা তুঙ্গে...
এর পরেও অবশ্য ভোট সামলানোর দায়িত্ব থেকে সরে আসেননি এক ইঞ্চি ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ভোট তাই পোলিং এজেন্টদের সাথে বৈঠক করেছেন। বৈঠক করেছেন ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সাথে। ফলে একদিকে কিছুটা শান্তি। অন্যদিকে ভোটের (Bhabanipur By Election) সব বিষয়ে নজর রাখছেন তিনি একই হাতে।
ফিরহাদ হাকিম (Firhad Hakim) যে তিনটি ওয়ার্ডের দায়িত্বে আছেন সেগুলি হল ৭৪,৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডের। এর মধ্যে ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে ২০২১ এর ভোটের ফলে ২১৩৭৯ ভোটে। ৭৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে আছে ৫৩৭ ভোটে। ৮২ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে ৫২০৯ ভোট। দুটি ওয়ার্ড ৭৪ ও ৮২তে ভোটের ব্যবধান বাড়িয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। প্রচার শেষ, তৃণমূলের নজরে ভোটার।
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি মার্জিনে জেতানোই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। তাই প্রচারে কোনও খামতি রাখেনি তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি পৌছে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়,পার্থ চট্টোপাধ্যায়রা। প্রায় ২৫ দিনের প্রচার শেষ। এবার নজরে ভোটাররা।
পোলিং পারসেন্টেজ বাড়ানোর জন্যে প্রতিটি ভোটার যাতে ভোট দিতে বুথে যান তার জন্যে অপেক্ষা করছে তৃণমূল কংগ্রেস।
সব ওয়ার্ড কো-অর্ডিনেটর ও পোলিং এজেন্টদের নিয়ে মঙ্গলবার আবার বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম। বড় পরীক্ষার আগে সিলেবাসে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ভোটের দিন পোলিং পারসেন্টেজ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ভোটে জিতিয়ে আনার অপেক্ষাতেই এই মুহূর্তে তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম।