আরও পড়ুন: শক্তি কমছে ‘অশনি’র, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়েই, জেনে নিন আবহাওয়ার আপডেট
কুকুরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ ছাড়াও পুরসভাকে আর একটি জিনিসের প্রতিও লক্ষ্য রাখতে হয়। সেটা হল জলাতঙ্ক রোগ। এর জন্য কুকুরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ প্রয়োজন। কলকাতা পুরসভা যথেষ্ট সাফল্যের সঙ্গে সেই কাজ করলেও আরও বেশি গতি আনার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্ঠ আধিকারিকদের৷ অনুষ্ঠানে আগত প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "জলাতঙ্ক মানে সুনিশ্চিত মৃত্যু। সারা পৃথিবীতে বছরে ৭০ হাজার মানুষের শিকার। কলকাতায় এক লক্ষের কাছাকাছি পথ কুকুর আছে। তাই আমাদের সামনে দুটো কাজ। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও আমাদের কাজটা করে যাওয়া। আমরা আমাদের দফতর থেকে এক কোটি দুলক্ষ টাকা দিয়েছি। মানুষের চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল যেমন রাজ্যে আছে তেমনি পশুদেরও জন্যেও ব্যবস্থা করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বেলগাছিয়াতে আধুনিক হাসপাতাল হবে। জলাতঙ্ক থেকে বাঁচার জন্য সচেতনতা প্রয়োজন। আর আমরা সবাই পশু প্রেমী।"
advertisement
আরও পড়ুন: অবসর নেওয়ার পর প্রয়াতও হয়েছেন, সেই শিক্ষকের খোঁজে স্কুলে এল বিহার পুলিশের চিঠি!
মেয়র ফিরহাদ হাকিম বলেন, "রাস্তার কুকুরদের নিয়ে সমাজে দুটো ভাগ আছে। একদল কুকুরকে খাওয়ায় আর এক দল কুকুরকে তাড়ায়। আর আমরা হলাম এই দু'য়ের মাঝে রেফারি। একবার আমি নিজে এই সমস্যায় পড়েছিলাম। চেতলা পার্কে মর্নিং ওয়াকাররা একবার অভিযোগ জানিয়েছিলেন পার্কে কুকুরের মল পড়ে থাকায় তাঁদের সমস্যা হয়। পরে জানা গেল পার্কে কুকুরকে খাওয়ানো হয় বলেই সেখানে কুকুর ভিড় করে। কিছুদিন পকেটের টাকা খরচ করে পরিষ্কার করার ব্যবস্থা করা হলেও পরবর্তী সময়ে কুকুরের খাওয়ানোর জন্য অন্যত্র ব্যবস্থা করতে হয়। কিন্তু একদিন হঠাৎ তৎকালীন বিধায়ক দেবশ্রী রায় এসে ঘটনার প্রতিবাদ জানান ও পার্কেই কুকুরদের রাখার দাবি জানান। আসলে রাস্তার কুকুরদের নিয়েও অনেক মানুষের আবেগ থাকে সেটা গুরুত্ব দিতে হবে।
টিকার জন্য কোনও কুকুরকে নিয়ে যাওয়া হলে সেটা ক'দিন পরে আবার যথাস্থানে নিয়ে আসা হবে এই গ্যারান্টি দিতে হবে জনপ্রতিনিধিদেরই এবং দায়িত্ব নিয়ে সেই কাজটা করতেও হবে। শ্যামবাজারের কুকুর টলিগঞ্জে চলে গেলে অথবা টলিগঞ্জের কুকুর শ্যামবাজারে চলে গেলে ভোটও বিরুদ্ধে চলে যাবে। আমাদের মিউনিসিপ্যাল হেলথ সার্ভিস রয়েছে। অতীন ঘোষ দায়িত্ব নেওয়ার পর সেটার গতি অনেক বেড়েছে। কাজ এতটাই ভাল হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যই শুধু নয় বাংলাদেশ থেকেও-এর ট্রেনিং নিতে আসে।"
UJJAL ROY