তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম। পাওয়ারে থাকলাম পুলিশ স্যালুট করছে। তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই ১০০ টা করে লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ।’
আরও পড়ুন: কথায় কথায় দার্জিলিং বলেন-বেড়াতে যান! বলুন তো দার্জিলিং কথার মানে কী? জানলে চমকে যাবেন
advertisement
কিছুদিন আগে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছিলেন ফিরহাদ হাকিম। বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছিলেন। দলের প্রতিষ্ঠা দিবসে মেয়র বলেন, ‘আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমার বক্তব্য থেকে একটা লাইন দেখায়। বিবি হাকিম সাম্প্রদায়িক। ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে সাম্প্রদায়িক হবে না। I hate hindu communalism, I hate muslim communalism আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে। ভারতের মাটিতে মিশবে। আমি কি ভারতীয় নই?’
আরও পড়ুন: বিরাট খবর! নিজেদের হাতে থাকা ৯৫ ভারতীয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ! তোলপাড় ভারতেও
নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দপ অধিকারীকে কটাক্ষ করেন ফিরহাদ। দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে ফিরহাদের বার্তা, ‘আজকে একটাই স্লোগান কমিউনালিজম হটাও, দেশ বাঁচাও। ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না। যে আদর্শ নিয়ে জন্মেছ সেই নিয়ে কাজ করো।’ তাঁর বিশ্বাস, ‘দেশের মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ।’
আবীর ঘোষাল