রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ কিন্তু উদয়ন গুহ যাই বলুন না কেন, তাঁর বক্তব্যকে নস্যাৎ করে দিলেন রাজ্য মন্ত্রিসভারই আর এক গুরুত্বপূর্ণ সদস্য এবং তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম৷ এমন কি, উদয়নকে এ দিন পাগল বলেও কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ৷
আরও পড়ুন: এক ফোনেই দুয়ারে পৌঁছবে অটো! কামারহাটিতে 'অটো অন কল' চালু মদনের
advertisement
এ দিন উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে তো বাবা অনেককে চাকরি দিয়েছেন৷ সেই চাকরি দিতে গিয়ে অনেক সময় অনেক যোগ্য প্রার্থীদেরও বাবা বঞ্চিত করেছেন৷ যেহেতু দলের লোককে চাকরি দিতে হবে৷ চৌত্রিশ বছর বামপন্থীরা শাসন ক্ষমতায় ছিল৷ দুর্নীতি মানে কি? আমি আমার ক্যাডারকে চাকরি পাইয়ে দিলাম অন্যকে বঞ্চিত করে, সেটা দুর্নীতি নয়? সেই চাকরির টাকা থেকে মাসে মাসে লেভি নিলাম, সেটা দুর্নীতি নয়?'
উদয়ন গুহর এই মন্তব্য নিয়েই ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল৷ জবাবে রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র বলেন, 'ও পাগলের মতো কী বকেছে আমার জানা নেই৷ এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই৷ একটা জিনিস বলতে পারি, চিরকুটে লিখে চাকরি হয় না৷ অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে৷'
আরও পড়ুন: শুভেন্দু গড়েও এবার হিট সাগরদিঘি মডেল! শুধু তৃণমূল নয়, মুখ পুড়ল গেরুয়া শিবিরেরও
রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্যকে আর এক সিনিয়র সদস্য পাগল বলে কটাক্ষ করায় স্বভাবতই জল্পনা ছড়িয়েছে৷ ফিরহাদের বক্তব্য থেকেই স্পষ্ট, তিনি উদয়নের মন্তব্যকে সমর্থন করেন না৷
শুধু উদয়ন নন, এ দিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি মন্তব্যকেও খারিজ করে দিয়েছেন ফিরহাদ৷ জ্যোতিপ্রিয় মল্লিক এ দিন নিজের পুরনো মন্তব্যে অনড় থেকে বলেন, কোনও সিপিএম নেতা বা কর্মীর পরিবারের সঙ্গে সম্পর্ক রাখার পক্ষপাতী নন তিনি৷ বনমন্ত্রীর এই মন্তব্য খারিজ করে দিয়ে পুরমন্ত্রী ফিরহাদ বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর কাছে কোনও মানুষের নিজস্ব পরিচয়টাই আসল, তাঁর রাজনৈতিক পরিচয় নয়৷