বলেন, ''এখানে ঋষি অরবিন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী বন্দিদশা কাটিয়েছেন। গান্ধীজি এই সংশোধনাগারে এসে নেতাজির সঙ্গে দেখা করেছিলেন। তাই আজ গান্ধিজি'র প্রয়াণ দিবসে এখানে এসে সকল স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করলাম।''
প্রসঙ্গ বিজেপির গান্ধি প্রয়াণ দিবস পালন
বিজেপি যে ধারাতে বিশ্বাসী, সেই ধারাতে বিশ্বাস করতেন গডসে। এই গডসে গান্ধির হত্যাকারী। তাই বিজেপির উচিত গডসে-কে আগে ধিক্কার জানানো। তারপর গান্ধিজিকে স্মরণ করবে। পেগাসাস ইস্যু এখন প্রকাশ্য, তাই এই সব ঢাকতে এখন গান্ধি স্মরণ।
advertisement
আরও পড়ুন: ধর্মতলায় উল্টে গেল মিনি বাস, রবিবারের দুপুরে কলকাতায় মারাত্মক দুর্ঘটনা!
প্রসঙ্গ রাজ্যপালের মন্তব্য
দয়া করে এই রাজ্য থেকে চলে যান।
মুখ্যমন্ত্রী মানুষের কাছে তাঁর জবাব দেন। তাই তাঁর সঙ্গে আলোচনা করা বা জবাব দেওয়ার প্রয়োজন হয় না।
আরও পড়ুন: হাওড়া, শালিমার থেকে বাতিল ধৌলি, ফলকনুমার মতো একগুচ্ছ ট্রেন! জেনে নিন তারিখ
প্রসঙ্গ তৃণমূল নেতা খুন ও সুকান্ত মজুমদারের মন্তব্য
ওঁরা বলেন বিজেপির কেউ মারা গেলে তৃণমূল করেছে। আর তৃণমূলের কেউ মরলে অন্তর্দ্বন্দ্ব।