TRENDING:

Firhad Hakim: 'শো ইওর মেয়র!' শপথ নিয়েই অভিযোগ জানানোর নয়া ব্যবস্থার ঘোষণা ফিরহাদের

Last Updated:

মেয়র হিসেবে প্রথম বার দায়িত্ব নিয়ে প্রতি শনিবার 'টক টু মেয়র' নামক পরিষেবা শুরু করেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'টক টু মেয়রের' পর এবার শুরু হচ্ছে 'শো ইওর মেয়র' (Show Your Mayor)৷ মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিয়ে এই ঘোষণাই করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ নতুন এই ব্যবস্থায় পুর পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যার ছবি তুলে সরাসরি কলকাতার মহানাগরিককে হোয়াটসঅ্যাপ করতে পারবেন শহরবাসী৷ সমস্যা সমাধানের পর তার ছবি তুলে অভিযোগকারীকে পাঠিয়ে দেওয়া হবে পুরসভার তরফে৷
মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ হাকিম৷
মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ হাকিম৷
advertisement

মেয়র হিসেবে প্রথম বার দায়িত্ব নিয়ে প্রতি শনিবার 'টক টু মেয়র' নামক পরিষেবা শুরু করেছিলেন ফিরহাদ হাকিম৷ যেখানে সরাসরি ফোন করে মেয়রের কাছে অভিযোগ জানাতে পারতেন শহরবাসী৷ সেই আদলেই শুরু হচ্ছে 'শো ইওর মেয়র' পরিষেবা৷

আর ও পড়ুন: দ্বিতীয় বার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম, দেখুন ভিডিও

advertisement

ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'আমার ঘরের বাইরের স্ক্রিনেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে৷ রাস্তা খারাপ, জঞ্জাল অপসারণের মতো যে কোনও সমস্যার ছবি তুলে যে কেউ আমাকে পাঠাতে পারবেন৷ আমি সেই ছবি সংশ্লিষ্ট অফিসারকে পাঠিয়ে দেব৷ সমস্যা সমাধান হলে তার ছবি তুলেও অভিযোগকারীকে পাঠিয়ে দেওয়া হবে৷ যাতে তিনি বুঝতে পারেন, কী ছিল আর কী হল৷'

advertisement

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই অ্যাপ নির্ভর এবং অনলাইন নির্ভর পরিষেবার দিকে ঝুঁকবে কলকাতা পুরসভা৷ বিল্ডিং প্ল্যানের অনুমোদন, নতুন জলের সংযোগ, মিউটেশন, জন্ম মৃত্যুর শংসাপত্রের মতো প্রয়োজনীয় সব পরিষেবাই পুরসভার অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে বলে জানিয়েছেন ফিরহাদ৷

আর ও পড়ুন: 'কলকাতাকে বিশ্ব সেরা শহর করাই লক্ষ্য', মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ

advertisement

পাশাপাশি দুর্নীতি আটকাতে পার্কিং ব্যবস্থাকেও পুরোপুরি অ্যাপের আওতায় নিয়ে আসা হবে৷ এ ছাড়াও তৃণমূলের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কলকাতার জমা জলের সমস্যা সমাধান, বায়ু দূষণ কমানোর উপরে জোর দেওয়া হবে জানিয়েছেন ফিরহাদ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে হু হু করে বাড়ছে 'এই' ব্যবসা!বাঁকুড়ার ব্যবসায়ীর দেখানো পথ দিতে পারে অঢেল লক্ষ্মীলাভ
আরও দেখুন

পাশাপাশি দৃশ্য দূষণ কমাতেও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ৷ তিনি জানিয়েছেন, দৃশ্য দূষণ কমাতে কোন রাস্তায় ক'টি বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো যায়, তা সমীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা৷ দৃশ্য দূষণ কমাতে কলকাতার রাস্তা থেকে তারের জট সরিয়ে তা ভুগর্ভস্থ করা হবে বলেও জানিয়েছেন ফিরহাদ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: 'শো ইওর মেয়র!' শপথ নিয়েই অভিযোগ জানানোর নয়া ব্যবস্থার ঘোষণা ফিরহাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল