মুহূর্তের মধ্যে আগুন নিভে যায়।মেয়েটির তেমন কোন ক্ষতি হয়নি। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা এসে মেয়েটিকে নিয়ে চলে যায়। গতকাল সকাল থেকে সেন্ট পলস ক্যাথিড্রালে রীতিমত দর্শনার্থীদের ভিড় ছিল। ২৫ ডিসেম্বর বড়দিন। এই খুশির দিনে মানুষের ঢল নেমেছিল চার্চের আঙিনায়। চোখে পড়ার মতো সেলফি তোলার হুড়োহুড়ি ছিল কচিকাচা থেকে প্রবীণদের মধ্যেও।তার মধ্যে চার্চের বেশ কিছু জায়গায় নিরাপত্তার' ঢিলেঢালা অবস্থা চোখে পড়ছিল।
advertisement
আরও পড়ুন: শীতের মধ্যে এ কী কাণ্ড! বছর শেষে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, 'এই' জেলাগুলিতে যা হবে...
ওই মোমবাতির পোর্ডিয়ামের পাশে শুধু ওই মেয়েটি নয়, প্রচুর মানুষ এসে সেলফি তুলছিলেন। যখন মেয়েটির চুলে দাউদাউ করে আগুন ধরে যায়, তখন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল সবাই। তাই বলে, সেলফি তোলা নিয়ে শিক্ষা এখনো কারও হয়নি। সেলফি তুলতে গিয়ে কোথাও ট্রেনে কাটা,কোথাও বা উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়া ,২৫ ডিসেম্বর চুলে আগুন ধরে যাওয়ার ঘটনায় বারে বারে মনে করিয়ে দিল অসাবধানতার কথা।
আরও পড়ুন: বিদেশে না গিয়েই ওমিক্রন আক্রান্ত কলকাতা মেডিক্যালের চিকিৎসক! বাড়ল গোষ্ঠী সংক্রমণের ভয়
বিষয়টি নিয়ে যদিও সেরকম কোন উচাটন চোখে পড়েনি চার্চ কর্তৃপক্ষের মধ্যেও। তবে বড় অঘটনের হাত থেকে বেঁচে গেল মেয়েটি। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেড়াতে এসেছিল।হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়াতে রীতিমতো আতঙ্কে পড়ে যায় সবাই। সঙ্গে থাকা সঙ্গীরা তাকে ওখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। তবে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল,তারা না থাকলে প্রাণও পর্যন্ত চলে যেতে পারত মেয়েটির, এমনটাই বলছেন অনেকে।