TRENDING:

St Pauls Cathedral: বড়দিনের সকালে সেন্ট পলস ক্যাথিড্রালে মারাত্মক ঘটনা, দাউদাউ আগুন তরুণীর চুলে!

Last Updated:

St Pauls Cathedral: সেলফি তুলতে গিয়ে মোমবাতির আগুনে দাউদাউ করে চুলে আগুন ধরে যায় একটি মেয়ের। বড়দিনের সকালে ঘটনাটি ঘটে সেন্ট পলস ক্যাথিড্রালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বড়দিনে, খুশির দিনে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল একটি তরুণী। বন্ধুদের সঙ্গে সে বেড়াতে এসেছিল কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। চার্চে যেখানে দর্শনার্থীরা এসে প্রভু যীশুর উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে, সেই জ্বলন্ত মোমবাতির পোর্ডিয়ামের দিকে একটি মেয়ে খোলা চুলে পেছন ফিরে সেলফি তুলতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার চুলে দাউ দাউ করে আগুন ধরে যায়।  পাশে থাকা সবাইয়ের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।পাশে দাঁড়িয়ে থাকা সবাই চাদর ,কাপড় দিয়ে চুলের আগুন নেভাতে শুরু করে।
এ কী কাণ্ড!
এ কী কাণ্ড!
advertisement

মুহূর্তের মধ্যে আগুন নিভে যায়।মেয়েটির তেমন কোন ক্ষতি হয়নি। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা এসে মেয়েটিকে নিয়ে চলে যায়। গতকাল সকাল থেকে সেন্ট পলস ক্যাথিড্রালে রীতিমত দর্শনার্থীদের ভিড় ছিল। ২৫ ডিসেম্বর বড়দিন। এই খুশির দিনে মানুষের ঢল নেমেছিল চার্চের আঙিনায়। চোখে পড়ার মতো সেলফি তোলার হুড়োহুড়ি ছিল কচিকাচা থেকে প্রবীণদের মধ্যেও।তার মধ্যে চার্চের বেশ কিছু জায়গায় নিরাপত্তার' ঢিলেঢালা অবস্থা চোখে পড়ছিল।

advertisement

আরও পড়ুন: শীতের মধ্যে এ কী কাণ্ড! বছর শেষে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, 'এই' জেলাগুলিতে যা হবে...

ওই মোমবাতির পোর্ডিয়ামের পাশে শুধু ওই মেয়েটি নয়, প্রচুর মানুষ এসে সেলফি তুলছিলেন। যখন মেয়েটির চুলে দাউদাউ করে আগুন ধরে যায়, তখন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল সবাই। তাই বলে, সেলফি তোলা নিয়ে শিক্ষা এখনো কারও হয়নি। সেলফি তুলতে গিয়ে কোথাও ট্রেনে কাটা,কোথাও বা উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়া ,২৫ ডিসেম্বর চুলে আগুন ধরে যাওয়ার ঘটনায় বারে বারে মনে করিয়ে দিল অসাবধানতার কথা।

advertisement

আরও পড়ুন: বিদেশে না গিয়েই ওমিক্রন আক্রান্ত কলকাতা মেডিক্যালের চিকিৎসক! বাড়ল গোষ্ঠী সংক্রমণের ভয়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিষয়টি নিয়ে যদিও সেরকম কোন উচাটন চোখে পড়েনি চার্চ কর্তৃপক্ষের মধ্যেও। তবে বড় অঘটনের হাত থেকে বেঁচে গেল মেয়েটি। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেড়াতে এসেছিল।হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়াতে রীতিমতো আতঙ্কে পড়ে যায় সবাই। সঙ্গে থাকা সঙ্গীরা তাকে ওখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। তবে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল,তারা না থাকলে প্রাণও পর্যন্ত চলে যেতে পারত মেয়েটির, এমনটাই বলছেন অনেকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
St Pauls Cathedral: বড়দিনের সকালে সেন্ট পলস ক্যাথিড্রালে মারাত্মক ঘটনা, দাউদাউ আগুন তরুণীর চুলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল