80/6 তপসিয়া রোড এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সময় বাড়ির একটি দোকানের ভিতরে ছিল মোহাম্মদ জসিম ও মহম্মদ আমির। আগুন লাগার ফলে তাঁরা ওই দোকান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় তাঁদের। বেশ কিছুক্ষণ পর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মৃত্যু হয়েছে দুজনেরই। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন: ৭১,০০০ চাকরির নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী, মোদির কর্মসূচি ঘিরে তুঙ্গে শোরগোল
মাস কয়েক আগে বিরাটিতেও ঘটেছিল একই ধরনের ঘটনা। ভোররাতে ঘুমের মধ্যেই শিয়রে এসে দাঁড়াবে মৃত্যু তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি বিরাটির ওই পরিবার। ভোরে বাড়িতে আগুন লেগে ঘুমের মধ্যেই জীবন্ত পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ব্যাঙ্ককর্মী ও তাঁর বৃদ্ধ বাবার। গুরুতর জখম হয়েছিলেন পরিবারের আরও এক সদস্য। আগুন নেভানোর কাজে হাত লাগান বাসিন্দারাই। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলেও। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিমতা থানার পুলিশও।
আরও পড়ুন: 'তৈরি হচ্ছে লাখ-লাখ সুদীপ্ত গুপ্ত', বিরাট কর্মসূচি SFI-এর! CPIM-র দুশ্চিন্তা কমাচ্ছে ক্যাম্পাস
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোররাতে বিকট শব্দ শুনতে পান তারা। তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের বন্দ্যোপাধ্যায় বাড়িতে আগুন জ্বলছে। ব্যাঙ্ককর্মী বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গোটা একতলা দাউ দাউ করে আগুন জ্বলছিল বলে জানান। ধোঁয়া ছড়িয়ে পড়েছে গোটা পাড়ায়। ধোঁয়া দেখেই বাইরে এসে বাড়িটির একতলায় আগুন দেখতে পান বাসিন্দারা। সেখানেই মৃত্যু হয়েছিল দুজনের।