প্রাথমিক ভাবে আগুনের তীব্রতা কতটা ছিল, তা বোঝা যায়নি৷ খবর মিলেছে, এই গোটা ভবন জুড়েই পড়ে আগুন৷ ক্রমে ওই বাড়ি থেকে তীব্র শব্দ মিলতে থাকে সিলিন্ডার বিস্ফোরণের৷ এই বাড়িটি কয়েক তলার৷ খবর মিলেছে, পুরো বাড়িতেই আগুন ধরে গিয়েছে৷ তাতেই আরও আতঙ্ক বেড়েছে৷ ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসুও পৌঁছে গিয়েছেন বলে খবর৷ পুরো বাড়ি জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলেই খবর মিলেছে৷ দমকল সূত্রে খবর, এটি একটি চামড়ার কারখানা৷ কারখানার মধ্যে রয়েছে বিভিন্ন কেমিক্যাল জাতীয় দ্রব্য, রয়েছে দাহ্য পদার্থ৷ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ঠাসা থাকাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর৷
advertisement
আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক
শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সকলেই ছাদে আটকে ছিলেন বলে পুলিশ জানিয়েছে৷ তবে প্রাণহানীর কোনও খবর এখনও মেলেনি৷ তবে আশঙ্কা করা হচ্ছে, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকতে পারে৷ দেশের সঙ্গে বাংলাও এখন মেতে উঠেছে দীপাবলির উৎসবে৷ আর সেই কালীপুজোর দিনেই কার্যত ঝলসানো আগুনে আঁধার লেদার কমপ্লেক্সে৷
Kalyan Mondal